আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের প্রথম প্রহর এবং আমার মনে পড়ে যাওয়া অল্প একটু ছেলেবেলা...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... আলহামদুলিল্লাহ। সেহরী করলাম প্রথম রোজার। একটা সময়ের কথা মনে পড়ে গেলো। শীতকাল। ভোর ৪টায় সেহরী করতে উঠে ৬ বছরের একটা বাচ্চা ছেলে মা-বাবার পাশে বসে শীতে কাঁপছে।

তাও ঘুমোবে না। সেহরী করবে। রোজা ফরজ হয়নি তাঁর উপর তখনও। শীতের সবজি কিংবা শীত-লাউ এর লোভে নয়, কি এক নির্মল আনন্দ পেতো বাচ্চা ছেলেটা মা-বাবার সাথে ভোররাতে খেতে পেরে। বড় হয়ে গেছে সে।

একা একা থাকে। একা একা সেহরী করে। জীবিকার তাগিদে। বাবা মাও দূরে থাকে। তারাও দুজনে মিলে একাই সেহরী করে।

অনেক বেশী একা। ছেলেটা শীতে আর কাঁপে না। রোজা হয় এখন গরমে। তবে তাঁর বুক কাঁপে। মা বাবার জন্য।

কেমন যেন কষ্ট হয়। বাবা মারও তাই হয়। খুব ইচ্ছে করছে বাবা-মা তোমাদের পাশে গুটিসুটি মেরে অপেক্ষা করে তোমাদের স্টোভে রান্না কখন শেষ হয় দেখতে। কেরোসিনের সেই স্টোভ চলে গেছে, গ্যাস আসছে কিংবা হিটার, ওভেন। স্মৃতিগুলো এভাবে থেকে যায় কেনো? সেহরী মানেই আমার কাছে বাচ্চা ছেলেটার সেই সময়টা।

রোজা মানেই বাবা তোমার আঙ্গুল ধরে হাঁটা, শেষ বিকেলে। ইফতারের আগে আগে বাসায় ফেরা। রামাদানুল মোবারক। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমীন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।