আমাদের কথা খুঁজে নিন

   

ওরে সামুরে! তোরে আর আগের মত ভালা পাইনা!!!

ম্যাও.। ম্যাও.। অ্যানি হল মুভিতে উডি অ্যালেনের একটা ডায়লগ ছিলো,"I would never want to belong to any club that would have someone like me for a member.'' কথাটা আমার জন্যেও প্রযোজ্য; যে ব্লগে আমার মত মানুষ ব্লগার হয়ে যেতে পারে,সেই ব্লগের মান নিয়ে সন্দেহ থাকতেই পারে! সামুর নিয়মিত পাঠক আমি অনেকদিন ধরেই। এখানে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্যপূর্ণ লিখা পড়তে পড়তে একসময় সামু আর তার কিছু লেখকের ফ্যান হয়ে গেলাম। আগে প্রতিদিন নিয়ম করে ফেসবুকে বসতাম,এখন নিয়মিত ব্লগ পড়া শুরু করলাম।

পড়তে পড়তে একসময় মনে হলো,আমারো একটা অ্যাকাউন্ট খোলা দরকার;আমার লেখাও যেন সবাই পড়ে। কিন্তু ওই যে শুরুতেই বললাম, যে ব্লগে আমার মত 'লেখক' আছে,বুঝতে হবে এরকম আরো অনেকেই আছে। কাউকে ছোট করার জন্য বলছিনা,কিন্তু সবাই লেখক হতে পারেনা; এটাই বাস্তব সত্য। ধীরে ধীরে সামুতে একটা পরিবর্তন লক্ষ্য করলাম;এখানে লেখকের সংখ্যা দিন দিন বাড়ছে। যদিও এদের অনেককে লেখক বলার কোন কারন নেই।

বিভিন্ন পত্রিকার রিপোর্টের কপি-পেস্ট,গার্লফ্রেন্ডের সাথে ডেটিংএ যাবো তাই হেল্প চেয়ে পোস্ট,পেট খারাপ হয়েছে-কি ওষুধ খাব তা জানতে চেয়ে পোস্ট,ওই ব্লগার আমাকে গালি দিলো কেন তা নিয়ে পোস্ট,অমুককে কেন ব্যান করা হলোনা তার প্রতিবাদে পোস্ট,বিভিন্নরকম ১৮+ পোস্ট,আর তো আছেই সামুর হটকেক আইটেম, 'রিপোস্ট'! এসবের ভীড়ে যে দুই একটা ভালো লিখা এখনো পাওয়া যায় সেটাই একমাত্র প্রাপ্তি। আমি সবসময়ই আশাবাদী মানুষ। সবকিছুকেই পজিটিভলি দেখার চেষ্টা করি। একদিক থেকে ব্যাপারটা ভালোই;এই ব্লগে ব্লগারদের মাঝে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে,সেটা অন্য কোথাও এতটা হচ্ছেনা। অনেকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মত।

ভালোই তো । আর আমারো যে ভবিষ্যতে কোন হেল্প দরকার হবেনা,"বিয়ে করবো,পাত্রীর লিঙ্ক দিয়ে হেল্পান" জাতীয় কোন পোস্ট ছাড়বোনা তাতো না। কিন্তু যখনই সামুতে বসি; একটা ভালো লিখা পড়ার জন্য পাতার পর পাতা উল্টে যাই তখন আগের সামুকে খুব মিস করি;বলতে ইচ্ছা করে-সামুরে আর আগের মত ভালা পাইনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।