আমাদের কথা খুঁজে নিন

   

অতীত-১

আজও নিজেকে জানার চেষ্টা করছি...........। "কষ্টের দিনগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় অযত্ন আর অবহেলায় বেড়ে উঠা শালুকের মতো। ভাবি আজই বিসর্জন দিব জীবনের যত দুঃখ, যত কষ্ট। রাঙিয়ে দিব বেদনার নীল আকাশ অন্য কোন রং-এ। কিন্তু জানো আকাশের সাথেও মনে হয় আমার শত্রুতা ।

কোন জানি দূর অজানা থেকে কালো মেঘে ছেয়ে যায় আমার এক টুকরো আকাশ, মিটে যায় আমার আকাশ রাঙানোর সাধ। আবারও আশায় বুক বাঁধি, স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্নগুলোও দুঃস্বপ্ন হয়ে রাতের ঘুম হারাম করে দেয়। এখন আমি কি করবো, কোথায় যাব?..........। " কথাগুলো একটানা সুনীল বলে গেল মিথীলাকে।

যার উদ্দেশে কথাগুলো বলা সেই মিথীলা কথাগুলো শুনছে এমন ভাব নিয়ে মনে হছ্ছে এক একটা কথা যেন এক একটা বিষের পেয়ালা । অবশেষে মুখ খুলল মিথীলা,"একটু থামবে নাকি রেড়িওর মত একা একা বকবে?" যেন স্বম্ভিত ফিরে পেলো সুনীল, আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। আজকাল sorry শব্দটাও প্রায় ভুলে গেছে সুনীল নইলে হয়তো বা sorry বলতো। কিন্তু কি এক অজানা কারনে অনেক কষ্টেও স্মৃতি হাতড়ে শব্দটা খুঁজে পেলো না । শুধু দেখা গেল চোখের কোণায় একফোঁটা জল চিক চিক করছে ।

কিন্তু সেদিকে তাকানোর সময় নেই মিথীলার। মিথীলার সেই চিরচেনা কন্ঠস্বর কানে বেজে উঠল- কি হল, কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলে মুক্ত করো আমায়। কথাগুলো সুনীলের কানে এমন শুনালো যে প্রত্যেকটি কথা যেন এপিট-ওপিঠ ভেদ করে চলে গেল। (contineus) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।