আমাদের কথা খুঁজে নিন

   

হাউ টু বি এ সেলিব্রেটি ব্লগার

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! সেলিব্রেটি ব্লগার( বড় স্বাদ ছিলো একদিন আমিও হবো !!হইলো আর কই), এই ব্লগের দুনিয়ায় কত ব্লগার কারনে অকারনে সেলিব্রেটি হইয়াছে তাহা বলিবার বিষয় নহে। এই যেমন অখ্যাত ব্লগার আশিক মাসুমের কথা চিন্তা করেন সাধারন এক প্রোফাইল পিক দিয়া পোলাটা কোয়াটার সেলিব্রেটি হইয়া গেছে( এটা আমার কথা না ব্লগাররা কয় )। এমন অনেক উদাহরন আছে যাহা কাল ক্রমে আপনাদের দৃষ্টি গোচর হইয়াছে। চলুন ঘুরে আশি ব্লগ দুনিয়া থেকে ................... ___________ ''হাউ টু বি এ সেলিব্রেটি ব্লগার ''_____________ আপনাকে ছেলির বেটী থুক্কু সেলিব্রেটি হওয়ার যন্য কি কি করতে হবে তাই নিয়ে আমার আজকের পরিবেশনা (১) মালিক পক্ষ কিংবা মডুঃ আপনি নিজে এক্ষান ব্লগ খুলিতে পারেন কিংবা মালিক পক্ষের হাতে পায়ে ধরিয়া মডু হইয়া যান আপনি না চাইলেও আপনি সেলিব্রেটি তয় আম ব্লগারের গালি গালাজ সহ্য করার তীব্র ক্ষমতা থাকা চাই, এ ক্ষেত্রে আপনার দিল যদি গণ্ডারের চামড়া দিয়ে তৈরি হয় তাহলে কোন প্রবলেম হবার কথা না ।

(২) কমেন্ট বাজ ব্লগারঃ লাম ছাম, আলু পটল লিখা যা কিছুই হোক আপনাকে ++++ ভাল লাগলো, ভাললাগা রইলো, জানিয়ে গেলাম টাইপ কমেন্ট করতে হবে। সে ক্ষেত্রে নাওয়া খাওয়া ছাড়া কাথা বালিস নিয়া ব্লগে পইড়া থাকার যোগ্যতা অবস্যক। (৩) ছ্যাবলা কিংবা লুলঃ সাধারন তো এই জাতের ব্লগার রা চরম নির্লজ্জ হয়ে থাকে। ব্লগে ডুইকাই কথা নাই প্রমিলা ব্লগারের পোষ্ট -এ ডুকিয়া আর বের হবার নাম নেওয়া যাবেনা। আপু তুমি অমুক তুমি সমুক, তোমার লিখা দুনিয়া ছারাইয়া গেছে ( এসব বলিইয়া লোল ফেলে পোষ্ট ভাসিয়ে দেওয়ার ক্ষমতা অবস্যক), ব্যাস আপনাকে আর পায় কে।

(৪) নারী ব্লগারঃ আহ্ জরিয়া , ছরিনা , ফুলমতি, আলমতি নাম নিয়া ব্লগিং করেন উফ আহ টাইপ লুতু পুতু কমেন্ট করেন আপনি ১০০% সেলিব্রেটি। আপনি ছাইয়া হন আর মাইয়া হন পোষ্ট দিলেই ৬০০ হিট ৪০০ কমেন্ট নিশ্চিৎ (৫) আত্নঘাতি ব্লগারঃ সাধারণত এই জাতের ব্লগার রা দ্রুত সেলিব্রেটি হয়ে থাকে। নিজেকে যত নিচে নামাইবেন আপনি তত হিট, এক পোষ্ট ৩০ বার রি পোষ্ট দিবেন( নিজের পোষ্ট এর লিঙ্ক ফেরি কইরা বেড়াতে ভুলবেন না যেনো) , সানিলিয়ন/মালিকা (সারা রাইত) গরে নিয়া আস্কারি+(১৮+) পোষ্ট দিবেন । প্রয়োজনে মাল্টি নিয়া নিজের নিয়া নিজে পোষ্ট দিবেন । ক্ষমা চেয়ে নিলাম সেই সকল ব্লগারদের কাছে যারা সত্যিকারের সেলিব্রেটি তাদের কাছে( যাদের ব্লগে গেলেই মন ভাল হয়ে যায়)।

আপনাদের সকলের মতামত ও বিশ্লেষণ আশা করছি ''হাউ টু বি এ সেলিব্রেটি ব্লগার '' বিঃদ্রঃ ইহা নিতান্তই পাগলের প্রলাপ কারো সাথে মিলিয়া গেলে কোন ক্রমেই পাগল থুক্কু লেখক দায়ি নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।