আমাদের কথা খুঁজে নিন

   

চার বছর!!

Miles to go before I sleep..... চার বছর হয়া গেছে গা দেখি ব্লগে। প্রথম বছরের প্রথম চারমাসই ধুমায়া ব্লগিং করছিলাম, এরপরে অনেকবার ব্যানবুন খাইয়া হ্যারি সেলডন নিকে কয়েকমাস ছিলাম, ওইটাও ব্যান খাইয়া কিছুদিন কুম্ভকর্ণ নিকে ছিলাম। পরে জনগনের(!) দাবিতে "নরাধম" নিক আনব্যান করা হইছিল একবছরপূর্তির কয়দিন আগে। হেরপরে আর ব্লগিংটা তেমন সিরিয়াসলি করা হয়নি, মাঝে মাঝে কয়েকদিন আসি আবার নিস্তরঙ্গ থাকি আবার আসি। মাঝখানে ইংরেজী ব্লগে লিখব চিন্তাইছিলাম, কিন্তু আলসেমির জন্য হয়নাই, আফসোস, আলসেমির জন্য জীবনে কিছুই করা হইলনা, কত শতশত লেখা অঙ্কুরেই বিনষ্ট হল, কতশতশত ড্রাফট পড়ে আছে, দুই লাইন, চার লাইণ, এক প্যারা লেখা ড্রাফট, আর কতশত ড্রাফট আছে মস্তিস্কে, এসবের প্রসব না হওয়াতে বিশ্বমানবতার বিরাট ক্ষেতি হইয়া গেলগা, সেটা জানি, কিন্তু কি আর করা, বিশ্বমানবতা গোল্লায় যাক না হয় ।

এখন ফেইসবুকেই আমি জাতির উদ্দেশ্যে নিয়মিত স্ট্যাটাস আপডেইট করি, বিভিন্নজনের সাথে লম্বা-লম্বা বাতচিত করি, ঝগড়া করি, যুক্তি-তক্কো করি মাঝে মাঝে, এই করতে গিয়ে অনেক বন্ধু শত্রু হল, অনেক শত্রু বন্ধু। একসময় যারা বন্ধু ছিল তাদের অনেকেই এখন বন্ধু না, একসময় যারা অত কাছের হয়ত ছিলনা অনেকেই এখন কাছের, অবশ্য এটাই নিয়তি। Life is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. সবই ইউজলেজ কাজ, আর তাই বেশিরভাগ সময়ই ঝিমাই! ঝিমাই আর ঝিমাই। ঝিমানির মধ্যেই বিশ্বমানবতার মুক্তি আছে সেটা বিশ্বাস করি, তাই নিজেই লালন করি এ বিশ্বাস। তবে কোনএকদিন জেগে উঠব, জেগে উঠব প্রবল প্রতাপে, জেগে উঠে দেখব নেতাইগন্জ যাওয়ার টাইম নাইক্কা, তাই হয়ত আবার ঘুমাইতে হবে।

অবশ্য মানুষের নিয়তিই তো ঘুম, জন্মের আগে ঘুম, মৃত্যুর পরে ঘুম, বেঁচে থাকার অর্ধেক সময়টাই ঘুম। তাই জীবনও ঘুম, মৃত্যুও ঘুম। And if tonight my soul may find her peace in sleep, and sink in good oblivion, and in the morning wake like a new-opened flower then I have been dipped again in God, and new-created. ~D.H. Lawrence তয় এই চারবছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে একটা ভাষন দিবার চাইছিলাম, আফসোস শ্রোতা নাই!! একটা সস্তা দার্শনিক কথা কইয়া শেষ করি "সময়ের প্রয়োজনে, সবই সময়ের প্রয়োজনে। " জহির রায়হান কয়ছেল কথাটা, আমি ধার করলাম। হাক মাওলা! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।