আমাদের কথা খুঁজে নিন

   

একটু একটু...

.... একটু একটু অমৃত আর অনেকখানি বিষ; একটুখানি গাছের ছায়া, হলুদ পাখির শিস। একটু অবাক চোখের চাওয়া, ঠোঁটভরা বিষাদ; একটা সাগর ভরলো তবু সামনে অতল খাদ! একটু একটু আলোর সাথে অনেক অন্ধকার; পুরোনো সব সুরের স্মৃতি স্বপ্নেই বারবার। আয়না ভাঙা টুকরোগুলোয় অনেক প্রতিচ্ছবি, জ্যোৎস্নাভেজা পাঁকের ভেতর তলিয়ে গেছে সবই। একটু একটু পূণ্য আর অনেকখানি পাপ, জীয়ন কাঠি মরণ কাঠির অলীক প্রেমালাপ! রাজকন্যার ঘুম ভাঙে না দিঘীর জলে ঢেউ; প্রাণভোমরার কৌটো হাতে কোত্থাও নেই কেউ। দিনের শেষে খাতার পাতা খরায় ফাটা মাঠ; চোখের তারায় অনন্তকাল পুড়তে থাকে কাঠ। একটু একটু অমৃত আর অনেকখানি বিষ, দুটোই মিশে বুকের নদী বইছে অহর্নিশ।। ছবিসূত্রঃ ইন্টারনেট  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.