আমাদের কথা খুঁজে নিন

   

মৌন পড়ে থাকে নিথর মায়া

পুরনো আমিটাই ভাল ছিলাম... আজও নিঃশব্দ অপেক্ষা- ঘুমভাঙ্গা একাকীত্ব, অথবা দোলচেয়ার, কফির ফিউম, একলা চুমুক। সময়ঘোড়া গলে যায় চাবুকের পিঠে রোজ রোজ জমাট বাঁধে অভিমান স্পর্শকোমলহীন, নিরুত্তাপ, অগলন। পথের জ্বলন, সহস্র ফোঁটা ঘাম লেপ্টানো ধূলো-আঙ্গুলে, প্রতিদিন আবেগহীন, নিয়মিত, ঝুঁকে ঝুঁকে। নিমজ্জন, খোলা কবিতার পাতায় এদিক ওদিক, নির্বিকার সময়লীন গল্পের জীবন, জীবনের গল্প, অকারণ। মুখর সময়, অভিযোগঅতল ভীষণ শব্দখরায় কাটে এখন, শৈতদহন জড়াক্লিষ্ট, মন্থরায়ণ, অবিরত ভাঙ্গন। ঝরা পাতার মতো মৌন হেসে, উড়ে যায় দূর সমুদ্রে, সেদিনের চেনা পাখী পড়ে শূন্য খাঁচা, নিষ্প্রাণ, নিথর মায়ায়। ------------------------------------------- কখনও কখনও না বুঝেই কেউ যখন খুব বোকার মতো কিছু করে ফেলে, কিছু করাও যায় না, বলাও যায় না, কারণ সম্পর্কটা অনেক বেশি স্নেহের; খুব বেশী অসহায় মনে হয় নিজেকে। ভাল থাকুক ছোট পাখী নিজের মতো, যেখানেই থাকুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।