আমাদের কথা খুঁজে নিন

   

ATX Power Supply অন করুন মাদারবোর্ডের সংয়োগ ছা্ড়াই

নিজে জানুন , অন্যকে জানান। । । মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই-কে দিয়ে অনেক কাজ করা যায়,- যেমন : (১) ব্যাটারী চার্জ করা (২) সিডি রোম দিয়ে, সিডি প্রেয়ার তৈরী করা কিন্তু সমস্যা হলো, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের সংযোগ ছাড়া অন হয় না। আসুন দেখি কিভাবে মাদারবোর্ডের সংযোগ ছাড়াই পাওয়ার সাপ্লাই অন করা যায়।

কার্যপদ্ধতি : আপনার সুবিধামত সামান্য ইলেকট্রিক্যাল ক্যাবল কেটে নিন। ক্যাবলটির দুই প্রান্ত থেকে সামান্য ইন্সুলেটর ফেলে দিন। এবার ATX Power Supply এর কানেক্টর এর দিকে খেয়াল করুন। এর ১৪নং পিনের সাথে সংযু্ক্ত ক্যাবল এর রং সবুজ। এবং এর পাশের ১৩নং পিনের সাথে সংযু্ক্ত ক্যাবল এর রং কালো।

এই ১৪নং এবং ১৩নং পিন দুটি শর্ট-সার্কিট করে দিন। এখন Power অন করুন। খেয়াল করুন Power Supply টি অন হয়ে গেছে। বি: দ্র: - ১৪নং পিনের সাথে, ১৩নং ছাড়াও যে কোন কালো ক্যাবলের সংযোগ দিলে ও হবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।