আমাদের কথা খুঁজে নিন

   

জন মিছিলে একা

কেনো আমি ‘জন মিছিলে’ একা, পাঁজর আমার ভাঙছে শুধু কেনো, চাপা ব্যথা কলজে টানে রেখা, দুঃখ সুখের চলে না লেনদেনও। সবাই ভীষণ ‘আপন’ উজান টানে ভাটি ঠেলে কেউ বাসে না ভালো, সুর তোলে সব ‘নিজের ভালো’ গানে, অনুভবি ‘ভাগাভাগি’র আলো। সতত সবার স্বার্থ সাঁকো আমি একটুও নেই মনোব্যথা তাতে, চাই তবু কেউ আমার মনোযামী আপন করে বসুক মনের পাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।