আমাদের কথা খুঁজে নিন

   

"থিওরি অফ ইমেজিনেশন" by ইউসুফ খান...!!!

সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... এটা কোন বানর থেকে মানুষ হবার গল্প নয়, কারন মানুষের গল্পের মাঝে বানরের জায়গা পাবার কথা নয়। যদিও অনেকে ভাবে বানর আর মানুষ ভাই-ভাই, তাতে আমার কোনও আপত্তি নাই। (বান্দরামি করার মতো মানুষের অভাব নাই) তবে কষ্ট লাগলো, মানুষ বানরকেই বেঁছে নিলো ভাই হিসাবে!!! তাহলে ঘোড়া, গরু, কুকুর, ভেড়া- এদের কি হবে? এগুলো তো মানুষের সবচেয়ে বেশি উপকার করে, তাই এগুলোকে দেখাও যায় প্রায় প্রত্যেক মানুষের ঘরে-ঘরে। এতো কিছুর পরেও তারাই কেন হলো না আমাদের ভাই? কারন, তাদের সাথে আমাদের অঙ্গ বা গঠনগত কোন মিল নাই। যাদের সাথে সাদৃশ্য আছে, কেবল তাদেরকেই যেহেতু হতে হবে ভাই- সেহেতু, আমি এর মধ্যে নাই কারন, (সবচেয়ে উপকারি প্রাণীগুলোর সাথে আমি বেঈমানি করতে চাই না, তাই) যার ইচ্ছা থাকতে পারেন ভাই, আমার কোনও মাথা ব্যাথা নাই, তবে, আপনাদের মনোরঞ্জনের জন্য কিছু পিকচার এনেছি, পেশ করতে চাই............................................................................ প্রযুক্তিনির্ভর বিবর্তন- (এই আইডিয়াটা যার, তারে একটা লাল সালাম.................চরম সত্যি) এবং আজাইরা কিছু মিক্সড- সুপার হিরো- দেশভিত্তিক বিবর্তন- "AT LAST".......................................................... ............................................ .................................................... পোস্ট শেষ--------------- এইটা বোনাস-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.