আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে সব কিছুই আছে। অবাস্তব বলে কিছু নেই। খুঁজে নেওয়ার মতো চোখ থাকা চাই।

প্রদীপ হালদার,জাতিস্মর। পৃথিবীতে সব কিছুই আছে । অবাস্তব বলে কিছু নেই । খুঁজে নেওয়ার মতো চোখ থাকা চাই । আমার মতো সব মানুষেরই চোখ আছে ।

ঠিক ঠিক জিনিস খুঁজে নিতে পারি না কেন ? তাহলে কি সব মানুষের চোখ আলাদা ? হ্যাঁ সব মানুষের চোখ আলাদা । চোখ যেমন দেখে মুখ তেমন কথা বলে। ভূত কংকাল নয়। ভূত রক্ত মাংস শরীর নয়। ভূত হলো অদৃশ্য শক্তি।

গল্পে ভূতের কথা যেভাবে বলা হয়, বাস্তব ভূত তেমন নয়। সত্যকারের ভূত কেমন ? মানুষ এখনো তার ব্যাখ্যা দিতে পারে নি। যার চোখ যেমন দেখেছে, সে তেমন কথাই বলেছে। সামনে ভূত আছে , চোখে দেখতে পাচ্ছি। এতে ভয়ের কিছু নেই।

সামনে ভূত আছে , চোখে দেখতে পাচ্ছি না তাহলে ভয়ের কিছু আছে। আমরা সবাই ভয় পাই। চোখে দেখলে ভয়ের কিছু নেই। চোখে না দেখাটাই ভয়। চোখে দেখলে তার সাথে লড়াই করা যায়।

চোখে না দেখলে তার সাথে লড়াই করা যায় না। আর এটাই ভয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।