১৫ নভেম্বর, আমার জীবনের অন্যতম একটি দিন। চাকরি জীবনের প্রথম দিন। ২০০৭ সনের এই দিনে চাকরিজীবনের প্রথম কর্মস্হল হিসেবে যোগদান করি ন্যাশনাল ব্যাংকে। ঐ একই দিনে অনেক ঝামেলার পরে অনেক দিন পর আমার প্রিয়তমার (বর্তমানে আমার সন্তানের মা) সাথে বৃষ্টিস্নাত সন্ধ্যায় সাইন্স ল্যাব হতে বেইলি রোড পর্যন্ত অত্যন্ত মধুর কিছু সময় কাটাই। আজও যেন সব স্পষ্ট দেখতে পাই- প্রথম দিন অফিস করা, তা শেষ করে তার সাথে দেখা করার জন্য (চাকরিজীবী হিসেবে প্রথমবার) মতিঝিল হতে বৃষ্টিতে আধভেজা হয়ে ল্যাব এইডে যাওয়া, থমথমে আবহওয়ার মধ্যে তার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করার পর তার সাথে সুখময় কিছু মুহুর্তু। একজন প্রেমিকের কাছে একটি ভাল চাকরি যে কি অনুভূতির জন্ম দেয়- তা বলে বোঝানো যাবে না। তাই ১৫ নভেম্বর'০৭ সবার কাছে সিডরের কারণে স্মরণীয় হয়ে থাকলেও (ক্ষতিগ্রস্তদের জন্য আমিও মর্মাহত ছিলাম), আমার কাছে ১৫ নভেম্বর'০৭ একেবারেই অন্য কিছু - বিশেষ কিছুও নয় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।