আমাদের কথা খুঁজে নিন

   

দোষ কার আমার না রবির???????????

অনেক দিন ধরেই চিন্তা করতে ছিলাম একটা রবি সিম কিনব ( সাধের এয়ারটেল এর নেটওয়ার্ক এর যে অবস্থা বাধ্য হয়ে পাল্টানোর বেপার মাথায় আনলাম),কেন জানি কিনব করেও কিনা হয় না। তো সাহস করে কিনেই ফেললাম গতকাল। কাস্টমার কেয়ারে ১৫০ টাকা তাই সাধারন দোকান থেকেই কিনলাম ১২০ টাকা দিয়ে। ৫০০ এসএমএস, ১০০০ এমবি ইন্টারনেট ,আর ও বহুত কিছু। সিম ওপেন কইরা দেখি সব ভুয়া। কাস্টমার কেয়ারে নিলাম, বলে আমার নতুন সিম নাকি আগে ওপেন করা( অথচ আমি নিজে প্যাকেট খুলে সিম লাগাইসি), বলল যার থেকে সিম কিনছি অইখানে যাইতে যাই হোক। এরকম নাকি করা যায়। চালাকি করে নাকি এইটা করা যায়। কাস্টমার কেয়ারে যদি এই অবস্থা হয় তাইলে কেমনে!!!!!!!!!! সেই দোকানে গেলে বলল কোম্পানি আমাদের সিম দে আমরা কি জানি????? এখন কথা হইল তাইলে আমরা কই যাব?????????????? আশা করি রবি কতৃপক্ষ এই বেপারে পদক্ষেপ নিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।