আমাদের কথা খুঁজে নিন

   

"মশা তাড়ানোর জন্য গুড নাইট কয়েল কেমন : কারো অভিজ্ঞতা আছে কি?"

ছন্দহীন জীবন বড়ই নীরস শিরোনামটি ইনভার্টেড কমায় আটকানো থাকার কারণে বুঝতে পারছেন এটি অন্য কারো লেখা। জি, নতুন এক ব্লগারের। সে এখনো নিরাপদ না। নিরাপদের বিপরীত কি আপদ না? যাই হোক, বিষয়টা গুরুত্বপূর্ণ। দশ টাকা হলেও ফাও নষ্ট করার দরকার কী? যারা জানেন, তারা জানাবেন।

ভাই, মশার জ্বালায় টিকতে পারছি না। মশা মারার ব্যাট কিনেছি। কিন্তু ওটা তো মশারির ভেতরের মশা মারার জন্য। বাইরে বসে ব্যাট দিয়ে মশা মারতে হলে অন্য কোনো কাজ করা যাবে না; সারাক্ষণ ওটাই চালাতে হবে। গতকাল টিভিতে গোদেরেজের গুড নাইট কয়েলের বিজ্ঞাপন দেখলাম : মশা খুঁজে পেলে টাকা ফেরত।

কেউ এটা ব্যবহারে প্রমাণ পেলে জানাবেন। সাথে সাথে এর স্বাস্থ্যগত প্রভাবের কথাও জানাবেন। মূল লেখা দেখতে Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।