আমাদের কথা খুঁজে নিন

   

সব দোষ ওই মেয়ের !

মেয়েটার কোনো দোষ ছিল না এ কি হতে পারে ? বলেন ভাইয়েরা আমার এ কি সম্ভব ? সামান্য ফ্রীজ আর মটরসাইকেলের জন্য বিয়ে ভেঙে দিল একটা মেয়ে তা কি করে সম্ভব ? কেউ কোনদিন এমন ঘটতে দেখছে ? নিশ্চয়ই এর পিছনে অন্য কাহিনী আছে ! না থেকেই পারেনা ! ইডেনের মেয়েরা কি ভালো ? সবাই জানে ইডেনের মেয়ে মানেই খারাপ । তাহলে কোন সাহসে সে একটা পুরুষমানুষকে , হ্যা ভাইয়েরা আমার একবার চিন্তা করেন , একটা পুরুষ লোক , যে কিনা অলরেডী স্বামী পদ লাভ করে ফেলছে , যার পায়ের নীচে ওই মেয়ের বেহেস্ত, কি করে মেয়ের এত সাহস হইল ? সবাই জানে যেসব মেয়েরা কোনো প্রতিবাদ করেনা তারা ভদ্র । সবাই জানে যে ভালো মেয়েরা আগুনে পুড়ে মরে গেলেও স্বামীর বাড়ী ছাড়া কিছু চিন্তা করেনা । তাহলে পরিস্কার বুঝা যাচ্ছে যে ওই মেয়ের চরিত্র খারাপ । না হলে সে বিয়ে ভাংলো কেন ? কালকে থেকে এমন পোস্ট দেখব বলে বসে আছি ।

একটা মেয়ে একটা পুরুষকে এত বড় অপমান করলো আর বাংলার বীরপুঙ্গবরা সেটা মেনে নিবে এটা হতেই পারেনা । আজকে দেখি সত্যিই সেই পোস্টগুলি আসতে শুরু করেছে । কেউ কেউ আকুল আবেদন জানাচ্ছে যেন "সঠিক" ঘটনা বের করে সাংবাদিকরা "নিষ্পাপ" একজন মানুষের সম্মান রক্ষা করেন । কেউ কেউ একেবারেই নিশ্চিত হয়ে গেছে যে পাত্র যৌতুক চাইতেই পারেনা ! বিয়ের আসরে আবার কে কবে যৌতুক চেয়েছে এ ধরায় !!! ফেসবুক কমেন্ট দেখিয়ে কেউ খুশীতে লাফাচ্ছে । "এই যে ছেলের ফেসবুকে দ্যাখেন বলছে ঘটনা মিথ্যা ।

বলছিলামনা ঘটনা মিথ্যা?" আপনারা কি ভাবছিলেন যে বরের ফেসবুকে গিয়ে দেখা যাবে বিয়ের আগে তার স্ট্যাটাস হলো , "আজকে আমি ফ্রীজ, টিভি আর মটরসাইকেলওয়ালা কনে আনতে যাচ্ছি । আপনাদের শুভকামনায় এটা সম্ভব হলো । দোয়া করবেন যেন আমার দাম্পত্যজীবন এমন হয় যে প্রতিমাসে কনের বাপের বাড়ী থেকে উপহার পাই " । আর বিয়ে ভেঙে যাবার পর স্ট্যাটাস দিবে "যৌতুক চাওয়ায় আমাকে ওরা লাথি মেরে তাড়িয়ে দিলো । আমি এক মহা কুলাঙ্গার ।

দেশবাসীর কাছে ক্ষমা চাই । " পাত্রের ফেসবুক ওয়ালে তার অপরাধের চিহ্নমাত্র নাই দেইখাই আপনি নিশ্চিত হয়া গেছেন যে ঘটনা সত্যি হইতেই পারেনা ? ফেসবুকে তার বন্ধুবান্ধবরাই থাকবে এইটাই স্বাভাবিক । আর অপরাধী নিজের দোষ কাটানোর চেষ্টা করবে এইটাই স্বাভাবিক । আপনারা নিশ্চিত যে বর তার বন্ধুবান্ধব দিয়া নিজের গা বাচানের চেষ্টা করতেছেনা ? খুনের আসামীকে গিয়ে জিজ্ঞেস করলেও সে বলবে আমি নির্দোষ । কিন্তু তাতে কি যায় আসে ? পুরুষ মানুষ কি কোন দোষ করতে পারে ? ওই মেয়ে সারাক্ষন মোবাইল নিয়া ঘুরে ক্যান ? ওই মেয়ে ইডেনে পড়ে ক্যান ? ওই মেয়ে কি দুধে ধোয়া তুলসীপাতা ? ওই মেয়ে শরীয়তসম্মত পোষাক পড়ে না ক্যান ? ওই মেয়ে চাকরী করে ক্যান ? মেয়েমানুষ জাতটাই হারামী ! যৌতুকলোভী শুয়োরের বাচ্চারা !!! সারাক্ষন ইসলাম ইসলাম জপতে থাকা তোরা যৌতুক নেয়ার সময় হিন্দু হয়ে যাস কেন ? তখন মনে পড়েনা যে যৌতুক নেওয়াটা একটা হিন্দুয়ানী প্রথা ? হেডমাস্টরে দাবী করছে সব দোষ মেয়ের পরিবারের (অ্যাজ ইউজুয়াল)।

তার বক্তব্য : "যৌতুক দাবি করলে বিয়ের আগেই করতে পারতাম। বিয়ের পরে যৌতুক চাইবো কেন? আমাদের পরিবারের দেওয়া মালামাল কনেপক্ষের পছন্দ না হওয়ায় বিয়েটি ভেঙে গেছে। " বিয়ের পরে যৌতুক চাইবা কারন বিয়ের আগে চাইলে মেয়েপক্ষ সেটা দিতে বাধ্য থাকেনা । বিয়ের আগে দাবী করলে ক্ষমতায় না কুলালে অধিকাংশ মেয়েপক্ষই আর আগাবেনা কারন কোন দায় নাই । একবার বিয়ে হয়ে গেলে মেয়ের সুখের খাতিরে পরিবার সেটা মেনে নেয় বা নিতে বাধ্য হয় ।

কারন তালাক হলে একটা মেয়ের যে অসম্মান সেটা কোন পরিবারই চায়না । কিন্তু মাস্টারে বুঝতে পারেনাই যে এই মেয়ে অন্য ধাতুতে গড়া । একই কারনে কনেপক্ষের যদি মালামাল পছন্দ না হওয়ার ব্যাপার ঘটত তাহলে তারা বিয়ে পড়ানোর আগেই ভেঙে দিতো । বিয়ে করিয়ে আবার ভেঙে দেয়ার অসম্মান সাধ করে কোন মেয়ে মাথায় নেয়না । কনে ফারজানা ইয়াসমিনের এলাকা আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম মৃধা জানান, রোববার রাত ৮টা পর্যন্ত তার শহরের বাসায় বরপক্ষের লোকজন বৈঠক করেছেন।

হীরণ ও তার পরিবারের সদস্যরা কনেপক্ষের বিয়ের খরচ পরিশোধ করে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন, যাতে কনেপক্ষ মামলা নিয়ে না এগোয়। তিনি বলেন, এ ব্যাপারে কনেপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়নি তারা। বরের দাবী যদি সত্যি হইত তাহলে তারা টাকা দিয়ে সমঝোতার চেষ্টাও করতোনা । আপনাদের অবগতির জন্য জানাই , বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ করা হইছে যখন থেকে , তখন থেকে কেউ আর যৌতুক চায়না ।

তারা "মেয়ের সুখের জন্য উপহার' দাবী করে । ঠিক যেমন করে বাংলাদেশে কেউ ঘুষ খায়না কিন্তু এই একটু চা-নাস্তা বা মিষ্টি খাওয়ার খরচাপাতি দাবী করে । মেয়ের সুখের জন্য যারা সামর্থ্য থাকা সত্যেও যৌতুক দেয়না তারা আসলে মেয়েকে ভালইবাসেনা । এখানে দ্যাখেন যৌতুকপ্রেমীদের হাহাকার । আপনে কি আপনের মেয়েকে ভালবাসেন ? তাইলে যৌতুক দ্যান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।