আমাদের কথা খুঁজে নিন

   

রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা.......

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জলছে আগুন আর নিভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রান বাঁচেনা........... দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে কর চুপ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিওনা......... দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না............. দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝিগো রাত পোহালো বুঝি ঐ রবির আলো আভাসে দেখা দিলো গগন পাড়ে সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ পৌঁছোবে না মোর দুয়ারে......... ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেশ হারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে....... ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ওওও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটেনারে.................... ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কোন গানটা আগে হইছিল তা জানা নাই । তবে গান দুইটা শোনার পর একটারে আরেকটার ছায়া বইলা মনে হয়।

ছায়া ছাড়া যেমন কায়া নাই আবার কায়া ছাড়াও ছায়া হয় না। গান দুইটা অতি ভাললাগা থাইকাও পোকার এমন মনে হইতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।