আমাদের কথা খুঁজে নিন

   

সেই বর ও ফুফুর বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রী

আমি আমাকে চিনি না View this link ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক চেয়ে বিয়ের আসরে তালাক পাওয়া সেই বর ও তার ফুফুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মন্ত্রী মো. আফছারুল আমীন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর ও তার ফুফুর বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। " যৌতুকের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ওই দু'জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনও। তালাকপ্রাপ্ত বর শওকত আলী খান হীরণ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তার ফুফু তাহমিনা কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার বিয়ের প্রীতিভোজ শেষে বরের হাতে মেয়েকে তুলে দেওয়ার সময় বরের ফুফু কনের বাবার কাছে যৌতুক চান। হীরণ এতে সম্মতি জানান। এর প্রতিবাদে ফারজানা বিয়ের আসরেই হীরণকে তালাক দেন। কনে ফারজানা ইয়াসমিনকে সোমবার অভিনন্দনও জানান মন্ত্রী-প্রতিমন্ত্রী।

রোববার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তাকে অভিনন্দন জানান। ফারজানার এই তালাক দেওয়ার ঘটনা যৌতুক প্রথা বন্ধে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন আফছারুল। ফারজানাকে মোবাইলে ফোন করে অভিনন্দন ও ধন্যবাদ জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। তিনি বলেন, "সাহসী পদক্ষেপের জন্য আপনাকে অভিনন্দন। আপনি চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছেন।

" তিনি ফারজানার কাছ থেকে পুরো ঘটনার বিররণ শোনেন। তাকে আনুষ্ঠানিক তালাকনামা পাঠানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "নইলে বদমাশ লোকেরা কোর্টে যাবে। " মোতাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌতুক চাওয়ায় হিরণ ও তার ফুপুর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কারণ তারা শিক্ষক হয়েও যৌতুক দাবি করেছেন। " ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে øাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।