আমাদের কথা খুঁজে নিন

   

একটা মারাত্বক আতঙ্ক

অনেকক্ষণ বসে ছিলাম চেয়ারে । একটু আগে মনে হলো, আয়েশ করে একটা হাই তুলি। বড় হা করে হাই তুলেছি। মুখ বন্ধ করতে গিয়ে আঁতকে উঠলাম। থুতনির নিচের এলাকাটায় গলার ভেতরে মনে হলে শিরা/রগ গুলো সব উলটপালট হয়ে যাচ্ছে।

একটা আতঙ্কময় হালকা যন্ত্রণা। ধৈর্য্য ধরে কোনমতে ঠিক করলাম। এমন মাঝে মাঝেই হয়। খুব ভয় লাগে তখন । সবসময়েই মনে হয় আর মুখ বন্ধ করতে পারবো না।

এখন পর্যন্ত অবশ্য প্রতিবার ই পেরেছি্ । কিন্তু ভয় বা আতঙ্কটা কষ্টকর। মনে হয় এইবুঝি দুএকটা রগ ছিড়ে গেলো বা আর বুঝি মুখ বন্ধ করতে পারবো না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.