আমাদের কথা খুঁজে নিন

   

''যদি কোন কু-চিন্তা আসে'' (বুদ্ধিমান+)

বাঁচতে চাই! কারন বাঁচাতে চাই আজকাল ফেসবুক এ কতিপয় ধার্মিক রুয়েট বুয়েট কুয়েট ওয়ালা রা বিশেষ কিছু নোট শেয়ার করছে বিশেষ করে আমরা যারা মুক্তমনা, ইকবাল স্যার এর ভক্ত তাদের ওয়াল এ! এমন এক নোট আজকে পড়লাম পরে অন্যদের মত চুপ থাকতে পারলাম না! কিছু কথা লিখে দিলাম! কমেন্ট টা অনেক বড় হয়ে গেল তার কারনে ব্লগ এ দিয়ে দিলাম! একটু খাপছাড়া কিন্তু লিঙ্ক এ গিয়ে নোটটা পড়ে নিয়েন পরে!! আমার কমেন্ট............. অনেক কিছু বলার ছিলো! কিন্তু কিছু কিছু কথার ছোট্ট ব্যাখ্যা দিয়ে দেই!!!! 1. ইসলামের প্রতি কতটা ভালবাসা থাকলে নিজের মায়ের ভালবাসাকে উপেক্ষা করা যায়?>>>>> ((এখানে মেয়েটিকে ধিক্কার দেওয়া ছাড়া কিছু মাথাতে আসছে না! ধর্ম যদি মা এর কাছে থেকে সন্তান কে দূরে রাখে তাহলে নাস্তিক হওয়া কত ভালো কাজ! মেয়েটিকে জিজ্ঞেস করার ইচ্ছা আপনি বোরকা কেন পরেন?! প্রথম উত্তর অবশ্যয় পাব 'আল্লাহর হুকুম' তার পর যখন আবার বলবো কেন পরেন তখন সে কি বলবে?!! আমাদের স্কুলের একটা ভাইয়া ছিলো ও আমাদের কে বলত ''আম্মা যখন পর্দা ছাড়া থাকে তখন আমি তার দিকে তাকাই না! যদি কোন কু-চিন্তা আসে'' আর কিছু বলার প্রয়োজন আছে কি?)) 2. আলিম মানে কি বোঝেন? যে মানুষকে আল্লাহর পাঠানো জ্ঞান শেখায়। এই জ্ঞান ‘থিওরি অফ রিলেটিভিটির’ মত কয়েকদিন পর পর হুমকির মুখে পড়ে না, ‘ সেন্ট্রাল ডগমা অফ লাইফের’ মত একদিন হঠাৎ উলটো পথে হাঁটা ধরে না। >>>>> ((লেখাটা যে লিখেছে সে নিশ্চয় মাদ্রাসা পাস আলেম না, সেটা হলে অবশ্যয় লিখতে পারতেন না এই নোট, তিনি যেটা জেনেও না জানার ভান করেছেন সেটা হচ্ছে যারা মাদ্রাসাতে আলেম হওয়ার জন্য পড়ছে তারা বস্তুত দেশ ও জাতির কি উপকারে আসে!! আল্লাহর পাঠানো জ্ঞান দিয়েই যদি মানুষ পরিপূর্ণ থাকতো তাহলে পৃথিবীতে এত বিজ্ঞানী, প্রযুক্তি থাকতো না! যারা নোটটা শেয়ার করছে তারা মাদ্রাসা তে পড়ত রুয়েট বুয়েট এ না, সেই সব ব্যাখ্যার ব্যাখ্যা দিলে তো একটা বই লেখা যাবে, আমার অবাক লাগে যখন এম.বি.বি.এস করা ডাক্তার দের কিছু অংশ আকাশ থেকে টপকে পড়া 'আদম' বা 'মনু' তে বিশ্বাস করে)) 3. আপনাকে কেন আপনার ছাত্রীর চেহারা দেখে চিনতে হবে? চিনলে আপনার কটা পেপার বেশি পাবলিশ হবে?>>>> ((লেখক মনে হয় এটুকু পড়েননি যে জাফর ইকবাল যাকে চিনতে না পারাতে দুঃখ করেছেন সে মেয়েটি কক্স-বাজার এ সাধারন পোশাকে ছিলো! আর চিনাটা কেন জরুরি সেটা উপলব্ধি করলে লেখাটা তিনি লিখতেন না)) 4. জঙ্গী ব্যবসা মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসা, দেশে জঙ্গী আছে এই হুজুগ তুলতে পারলে অনেক টাকা ভিক্ষে পাওয়া যায়. >>>>((তার মানে লেখক প্রমান করতে চান বাংলাদেশে জঙ্গি ছিলনা!! বাহ সহজে চেনা যায়)) 5. কারণ আমি মুসলিম, আমি নিজের জন্য বাঁচিনা, আল্লাহর জন্য বাঁচি।>>>>((আল্লাহ জন্য বাঁচে নিজের জন্য বাঁচেনা ভালো কথা! কিন্তু ভালো মানুষ কে খারাপ প্রমান করে, হুদায় অশান্তি বাধিয়ে, জেহাদ এর নামে মানুষ হত্তা করে কি লাভ, আমরা জন্য আল্লাহ বা ঈশ্বরের জন্য বাচিনা! মানুষের জন্য বাঁচি, মানুষ কে ভালোবাসি)) ৬.সৌদি আরবে বিচার করে দেয়া মৃত্যুদন্ডকে ‘হত্যাকান্ড’ বলা আমরা মেনে নেব না। কারণ যেদিন ১৬ বছরের আবদুর রহমান আল আওলাকিকে তার ১৭ বছরের ভাই সহ ড্রোন বিমান থেকে মিসাইল ছুড়ে মারা হয়েছিল সেটাকে আপনার হত্যাকান্ড মনে হয়নি। ফেলানিকে যখন মেরে কাটাতারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটাকে আপনার নিষ্ঠুর মনে হয়নি।।।>>>> ((লেখকের বুদ্ধিহীনতার প্রমান!! তিনি এইটা বুঝতে পারেননি যে সৌদি এর হত্যাকাণ্ড ধর্ম, ধর্ম গ্রন্থ ও সরকার দ্বারা করা হয়েছে! অন্য গুলো তা নয়))) ছাগুরা দয়া করে গালিগুলা মনে মনে দিয়েন! নিজের পরিচয় ব্লগে প্রকাশ করেন না!! আসল নোটটার লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।