আমাদের কথা খুঁজে নিন

   

লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... সংগ্রহঃ ১। বিয়ের ভোজ শেষে মেয়েকে বরের হাতে তুলে দেয়ার সময় যৌতুক দাবি করায় তখনই বরকে তালাক দিয়েছেন কনে ফারজানা। ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে। আর বর শওকত আলী খান ওরফে হীরন পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসরে সবার সামনে ফারজানা বলেন, ‘বিয়ের আসরে যে ছেলে যৌতুক চায়, তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমার রুচিতে বাধে।

" সাবাস ফারজানা, সাবাস। ঘরে ঘরে এমন ফারজানার জন্ম হোক। Click This Link ২। সমাজের মানুষগুলোকে লাথি দিতে হবে। নাহলে ঘুম ভাগবে না।

আজ গ্রামীনের ডাক্তারী লাইনে টিনেজার ফোন দেয় তার তলপেটে ব্যথা করছে। কেন করছে? কারন জানা গেল সে তার বয় ফ্রেন্ডের সাথে আজ সেক্স করছে। আজ পরকিয়া করে যে অবৈধ সন্তান জন্ম দেয় তাকে কেটে টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দেয়। আজ নবজাতককে পাওয়া যায় ডাস্টবিনে, ৬/৭ মাসের ভ্রুণ পড়ে থাকে রাস্তায়., আর কি বাকি আছে? আমাদের মূল্যবোধ গেছে এখন মা-বোনদের ইজ্জত যাচ্ছে। আমরা চুপ থাকতে পারি না।

বিবি রাসেল বাংলাদেশে এক সময় সুন্দরী প্রতিযোগীতা করতে চেয়েছিল। তাকে সাধারন জনগন অর্ধচন্দ্র দিলে তা তিনি করার সাহস দেখাননি। আজ চ্যানেলে চ্যানেলে তাই হচ্ছে। কিন্তু নাম আলাদ। বিবি রাসেলরা নানা নামে, নানা রূপে চটকদার কথা নিয়ে হাজির হয়।

আজ বাবা সুন্দরী প্রতিযেগীতায় অংশ নেওয়া তার মেয়ের জন্য ভোট চায় সগীর হোসাইন খান আমার মেয়েকে যদি আপনাদের ভাল লাগে তাহলে আপনাদের মূল্যবান এসএমএস দিয়ে তাকে জয়ী করুন। আপনার মেয়ের কি ভাল লাগলো... বুকটা/পাছাটা/কোমড় দুলিয়ে হাটাটা/বাকা করে দাড়ানো/মেকি হাসি নাকি ফিগার..... অবস্থা খুব খারাপ......... সাবধান..... Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.