আমাদের কথা খুঁজে নিন

   

আল কোরআনের পাঠশালা

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই অনেক দিন ধরে ভাবছি কার্যকর কিছু করা দরকার। শুধুই আলাপ আলোচনা আর বড় বড় পোস্ট দিয়ে কিছু হবে না। অনেক ভেবে মনে হল মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা অনুধাবনের জন্য কিছু করা যায় কি না। কারণ এই গ্রন্থটিতেই আছে মানব জাতির জন্য প্রয়োজনীয় উপকরণ যা কেয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথের সন্ধান দেবে। কিন্তু কোরআনতো শুধু তেলাওয়াত বা অনুবাদ পড়লেই হবে না - বুঝতে হবে এবং তার চেয়েও গুরুত্বপুর্ণ হচ্ছে মানতে হবে।

অনেক ভেবে কোরআন অধ্যয়নের একটা নতুন পথের কথা মাথায় আসল। আমরা কোরআন সরাসরি আরবীতে বুঝি না - অনুবাদ গ্রন্থের সাহায্য নিতে হয়। অনুবাদ/তাফসীর গ্রন্থগুলির মধ্যে বেশ পার্থক্যও দেখা যায়। তাই মুল বিষয়টা বোঝার জন্য একই অংশের অর্থ একসাথে কয়েকটি অনুবাদ/তাফসীর গ্রন্থ থেকে পড়া উচিত। তাই ভাবলাম এ'রকম একটা ওয়েব সাইট যদি বানানো যায় যেখানে কোরআনের প্রতিটি অংশের কয়েকটি গ্রন্থের অনুবাদ একত্রে দেখার ব্যাবস্থা থাকবে এবং প্রত্যেকে কোন অংশ বুঝল বা বুঝল না, মানতে পারছে কি পারছে না - ইত্যাদি বিষয় সেভ করে রাখতে পারবে - তাহলে আমাদের পক্ষে কোরআনের শিক্ষা বোঝা এবং মানা সহজ হবে।

যথারীতি কয়েকদিন প্রচুর পরিশ্রম করলাম এ'ধরনের একটা ওয়েবসাইট তৈরীর জন্য। কিন্তু আমার যোগ্যতার সীমাবদ্ধতা অনুভুত হচ্ছে - ঠিক যেমন আশা করছিলাম তেমন সুন্দর সাইট বানাতে পারছি না - থেকে যাচ্ছে প্রচুর ভুল-ভ্রান্তি। সেই সাথে মনে সন্দেহ ঢুকতে শুরু করেছে যে এ'রকম একটা সাইট আসলেই মানুষের কোন কাজে লাগবে কী না - না কি আবার কোরআন নিয়ে বাড়াবাড়ি করার দায়ে অভিযুক্ত হব?? তাই আপনাদের মতামতের জন্য নির্মানাধীন সাইটটি একটা ফ্রি ডোমেইনে হোস্ট করেছি। এখন পর্যন্ত যা হয়েছে তাতে আপনি একাউন্ট রেজিস্ট্রশন করে সুরা ফাতেহার তিনটি অংশের ব্যাপারে আপনার মতামত সংরক্ষন করতে পারবেন, চাইলে নতুন কোন অনুবাদ গ্রন্থের অনুবাদও সংযোজন করতে পারবেন। একটু সময় নিয়ে দেখবেন কি বিষয়টা কেমন হচ্ছে?? পরীক্ষামুলক সাইটের ঠিকানা http://mqs.net16.net/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।