আমাদের কথা খুঁজে নিন

   

..ঈদ পরবর্তী ঢাকা..

মাঝ পথে গড়তে সমস্যা হলে আবারো শুরু থেকেই শুরু করি ঈদের ছুটিতে ঢাকা চমৎকার ই। মনে হয় সবসময় ই যদি এমন থাকতো। বাস,বাইক,কার,রিক্সা সবই নিয়মমাফিক ধীরে ধীরে সুন্দর ভাবেই চলছে। কারো কোন তাড়া নেই। কোন জ্যাম নেই,সিগনাল কম,ট্রাফিক আইন লংঘন করার অভিপ্রায় নেই।

মানুষ কম,ধোঁয়া কম,জন্জাল কম,যন্রনা কম। ছুটি কম থাকায় এইবার তাড়াতাড়ি চলে আসায় এসব দেখছি। ভয়ংকর অভিজ্ঞতা ও আছে। খাওয়ার হোটেল সব বন্ধ। পাড়ার মুদি দোকান বন্ধ,Flexi করব তা ও বন্ধ,বাড়িতে ছোট ভাইকে ফোন করে Flexi করতে হয়।

বছর ২ আগে আব্বু হসপিটালে থাকায় পুরো কোরবানি ঈদ ই ঢাকায়। ঐ সময় যে অভিজ্ঞতা হইছে বাকি সারাজীবন এক করলেও মনে হয় সমান হবেনা। সে অন্য কাহিনি। কথা হল,মানুষ কত কষ্ট করে টিকেট যোগাড় করে ঈদ করে জন্জাল নগরীতে ফিরছে। আবারো নিত্য যুদ্ধ শুরু হবে।

এসে কি দেখবে? দেখবে রাতের অন্ধকারে জ্বালানির মূল্য বেড়ে গেছে। আর সেটার প্রভাব নতুন করে বলার নেই। কারন এটা দিয়েই বাকি গল্পের শুরু .....শুধু ব্যক্তি বিশেষে চরিত্র বদল হয়। আপনি আমি তুমি তুই সবার ই.....এই দিয়েই To Be Continue........ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।