আমাদের কথা খুঁজে নিন

   

২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..??

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য । রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত রাতের ছবি এটি । প্রায় দেড় লাখ টাকা খরচ করে আলোকসজ্জা করা হয় এই বিশ্ববিদ্যালয়ে । শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয় ।

বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানেও করা হয় এই আলোকসজ্জা । ডিসির বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এই আলোকসজ্জার আওতাভুক্ত । কিন্তু কেন..?? যতদূর জানি কোন আনন্দ উৎসবে এই ধরনের আলোকসজ্জা করা হয় । ২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..?? আমার ক্ষুদ্র মাথায় এতকিছু ঢুকে না । হয়তো এই আলোকসজ্জার অর্ন্তনিহিত কোন কারন আছে ।

যুদ্ধ করিনি, ইতিহাস ও জানি কম, কোন গণ আন্দোলন করিনি ভুল হয়তো হতে পারে । তবে প্রয়োজনের অতিরিক্ত এই আলোকসজ্জার টাকা দিয়ে অনেককিছুই করা যেত । আপনার এই আলোকসজ্জার টাকা দিয়ে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং খুব কষ্ট করে দিনাতিপাত করছেন তাদের পাশে কি দাড়ানো যেতো না..?? আপনারা যে চেতনা চেতনা করেন.., সেই চেতনাকে আমি ধ্বিক্কার জানাই । আমি চাইনি এত আয়োজন । আমি চাইনি কোন মুক্তিযোদ্ধা দূর থেকে এত আয়োজন দেখে পরিবার নিয়ে না খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন ।

আমি চাইনি যখন এই আয়োজনগুলো করার জন্য টাকা নিজের পকেট ভারী হবে । আমি চাইনি ফুল দিতে এসে কে আগে দিবে কে পরে দিবে সে নিয়ে গন্ডগোল হবে । আমি চাইনি এত উজ্জল রাজপথ…. শুধু চেয়েছিলাম যাদের ত্যাগে দেশ, তাদের সাথে থাকতে, তাদের পাশে থাকতে……  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।