আমাদের কথা খুঁজে নিন

   

আমার বই কনিতে যাওয়া।

দিনটা ছিল ১১/১১/১১ ইং। মিঠু ভাই আমাকে ফোন দিল মিঠু : হ্যালো নাদিম আজকে কি বই কিনতে যাবা নিউমার্কেট। আমি (নাদিম): যেতে পারি দুপুরের পরে। মিঠু : তাহলে তুমি বিকাল বেলা ঠিক ৩.৩০টা মহাখালি আসো। ঐখান থেকে আমরা একসাথে যাবো।

আমি : আচ্ছা ঠিক আছে। বইয়ের নাম আর লিস্ট সাথে নিয়েন। মিঠু : তুমি বের হবার সময় আমাকে একটা মিসকল দিও। আমি : আচ্ছা ঠিক আছে। তারপর আমি নিউমার্কেট যাবার জন্য মহাখালীর উদ্দেশ্যে রওনা হলাম।

পৌছানোর পর ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। তারপর কিছু সময় ধরে সুখ+দু:খ এর আলাপ হলো। মিঠু : আচ্ছা তুমি কি বই কিনবা ... ... !!!!!!!!! আমি : বই কিনতে চাইলেন আপনি , আমি তো ঘুরতে বের হয়ে ছি। । ।

। । গত দু দিন ধরে আমি ঘর থেকে বের হয় না তাই আজকে আপনি বই কিনতে যাচ্ছেন দেখে আমি বের হবার সুযোগ পাইছি মিঠু : আমিতে া ভাবলাম তুমি বই কিনবা । সেজন্য তোমার সাথে ঘুরতে বের হয়েছি। এর মধ্যে মিঠু ভাইয়ের ফোন এলো ।

। তারপর গেলাম আমরা দুজনে ওয়ান্ডারল্যান্ড এ...। । । ।

। । সেখানে মিঠু ভাইয়ের স্কুল বন্ধুর সাথে দেখা হলো। সেই ছেলের নাম ছিল সাব্বির । ওর একটা মিস্টি পার্টনার ছিল।

তার নাম তনু। যাইহোক তারপর আমরা চারজন পুরো বিকাল ঘুরলাম দুস্টামি করলাম । এমনকি মিঠু ভাই তো সাব্বির ভাইয়ের অনেক অজানা সমস্যা বের করে ফেলল। এই যেমন ----- ১। বাতাস বের হয়, ২।

গোদ রোগ বিশেষ জায়গায়, এবং আরো অনেক রোগ। এক পর্যায়ে তো সাব্বির ভাই তো ক্ষেপে যায়। কিন্তু রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে নি। পারবে কি করে সাব্বির ভাই এর মনটা অনেকটা বাচ্চা সুলোভ। তারপর আমরা হাটতে হাটতে বনানী ব্রীজ এর কাছে এলাম এবং সেখানে বেশ অনেকক্ষষন সময় কাটালাম।

মাঝে মাঝে বনানীর লেকের পারে হঠাৎ বাতাস আবার ঠান্ডা কুয়াশা ভেসে আসতে লাগল। যখন ঘড়েিত আট টার কাটা পৌছবে তখন আম্মুর ফোন এলো। আমি আমার পুরান রের্কড বাজিয়ে দিলাম । (আম্মু আমি মিরপুর ১০ আসছি*********) মিথ্যা বললাম এই আর কি? তারপর আমরা ঘরে ফিরে আসার জন্য রওনা হলাম। আজ একটা দারুন বিষয় উপলদ্ধি করলাম।

সেটা হচ্ছে জীবনে এমন হঠাৎ করে অনেক মানুষ আসে যাদের সাথে সময় কাটাতে কোন অসুবিধা হয়না। আর যদি মানুষকে বিশ্বাস করা যায় তাহলে একজন শত্র“কে বন্ধু বানানো কত সহজ আর যে মিত্র সে তো এমনিতে বন্ধু হয়ে যায়। আমার মনে হয় ভদ্রতা প্রত্যেকটা মানুষর জীবনে থাকা দরকার। ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।