আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১১/১১/১১, অ্যাশের সঙ্গে ভক্তদেরও অপেক্ষা-------------------

নিজের চোখে দেখতে পছন্দ করি। মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে এতো কঠোর নিরাপত্তা আর কখনো দেখেননি এর কর্মীরা। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সবার মুখেই 'কুলুপ'। সব কিছু ঠিকঠাক থাকলে এই হাসপাতালেই প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বচ্চন পরিবারের 'বহু' (বধূ) ঐশ্বরিয়া। সাবেক মিস ওয়ার্ল্ড, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বৃহস্পতিবারাই সাত তারকা এই হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলছেন না।

ভারতীয় টেলিভিশনগুলোও এ সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে 'সংযমী' হওয়ার ঘোষণা দিয়েছে। ফলে জন্ম নেওয়ার আগেই 'তারকা' বনে যাওয়া সেই শিশুর জন্য 'অ্যাশের' সঙ্গে ভক্তদেরও অপেক্ষার পালা চলছে। ১১.১১.১১ (১১ নভেম্বর '১১)- এই ম্যাজিক তারিখেই আসতে পারে 'সুখবরটি'। ঐশ্বরিয়া-অভিষেকের প্রথম সন্তানের জন্মের সময় বচ্চন পরিবারের 'ব্যক্তিগত গোপনীয়তায়' যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ অবলম্বন করছে কঠোর পদক্ষেপ। চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময় আট ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারের ওপরেও। হাসপাতালের একজন কর্মকর্তা জানান, বচ্চন পরিবারের অনুমতি ছাড়া কেউ যাতে ছবি তোলার চেষ্টা করতে না পারে- সে জন্যই মোবাইল ফোন বা ক্যামেরা বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও (বিইএ) ঐশ্বরিয়ার প্রথম সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশের ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা জারি করেছে। সন্তান প্রসব নিয়ে আগাম সংবাদ প্রকাশ, ব্রেকিং নিউজ, টিকার, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবজাতকের ভাগ্য গণনার মতো বিষয় প্রকাশ ও প্রচার থেকে ভারতীয় গণমাধ্যমগুলোকে বিরত থাকতে বলা হয়েছে এতে। চার বছর আগে 'বিগ বি', অর্থাৎ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইয়ের।

বিয়ের পর থেকে ঐশ্বরিয়ার গর্ভধারণ নিয়ে নানা গুজব চললেও গেল শেষ পর্যন্ত গত জুনে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিইএ'র সহ-সভাপতি অর্ণব গোস্বামী বলেন, "ঐশ্বরিয়া সন্তানের মা হচ্ছেন- এটা এমন কোনো বড় ঘটনা নয়। আলোচিত অনেক বিষয়ের মধ্যে এটিও একটি। " নবজাতকের অনানুষ্ঠানিক ছবি প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা ছাড়াও বচ্চনদের বাড়ি বা হাসপাতালের সামনে টেলিভিশন সাংবাদিকদের ভিড় করা থেকেও বিরত থাকতে বলেছে ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশন। স¤প্রতি ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কানদে কাজুও ঐশ্বরিয়ার সন্তান প্রসবের সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের 'বাড়াবাড়ির' সমালোচনা করেন।

তিনি বলেন, "এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থবিরোধী। যে দেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র, বেকার ও স্বাস্থ্যসেবা বঞ্চিত, সে দেশে মিডিয়ার এ রকম ভূমিকা কাম্য নয়। " এদিকে ১১.১১.১১ তারিখেই বচ্চন পরিবারের 'বহু'র সন্তান প্রসব নিয়ে চলছে শত কোটি টাকার বাজি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এরই মধ্যে বাজির অংক ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।