আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় বানী

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। বিদায়ের কাছ থেকে শিখেছি আমি বিদায় নিবার।

বিদায় নিবার নাই আমার কোন ভয়। বিদায় তোমাদের থেকে নেবই আমি। বিদায় নিতেই তোমাদের মাঝে আমার এই আসা। ওগো,আমার বিদায় বেলায় তোমরা কেউ দিওনা মোরে অভিশাপ। বাঁজে বিদায়ের সুর মম হৃদয় পটে।

বিদায় ঘন্টা এসেগেছে,ক্ষাণিক পরেই মিনিট থেকে সেকেন্ড সময় হলে বিদায় তোমাদের থেকে নেবই আমি। বিদায় নিতেই তোমাদের মাঝে আমার এই আসা। ওগো,বিদায় নহে বিদায়। বিদায় খুলে দেয় মহামিলনের পথ। চলছি আমি আদি থেকে এই বিদায়ের পথ বয়ে।

ফির আসিব আমি তোমাদের মাঝে। হয়তু,সেদিন তোমাদেরই আপনজন কেউ হয়ে। হয়তু,সেদিন চিনিবেনা তোমরাই এই মোরে। তবে,সেদিন চিনিবে সেই শুধু মোরে। যে জীব সকল ভালবাসে প্রভূরুপে।

সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে একাধারে ধর্ম নিরপক্ষতা,জাতীভেদ নিরপক্ষতা,জীবের প্রতি প্রভূ সমান আমার প্রেম,ভালবাসা। সেদিন চিনিবে সেই শুধু মোরে। যে জীব সকল ভালবাসে প্রভূরুপে। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে একাধারে আমি সকল জীবকে প্রভূ সমান সম্মান করছি। হোক সেই প্রাণ ক্ষুদ্র কীট কিংবা ভয়ংকর প্রাণী।

সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমি হিন্দু,মুসলিম,খৃষ্টান জাতী ভেঙ্গে সকল মানুষকে প্রভূর জাত,প্রভূরুপে সম্মান,শ্রদ্ধা,ভক্তি করছি। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমি প্রভূর নামে পশু বলি,জবাইকে পাপ বলে ঘোষনা করছি। শুধু মানছি আমি সকল জীবই প্রভূ সমান। আর সেইদিন সেই মহাজ্ঞ্যানী,চাক্ষুশমান মানীবে, আমার বাক্য প্রভূরই বাক্য,প্রভূর বাক্যই আমার বাক্য, যে জীব পূজায় প্রভূ পূজা। জীবের সেবায় সেবিত হয় প্রভূ।

জীবের কল্যাণেই পুষ্ট হয় প্রভূর প্রাণ। আর জীবের দুঃখে সম ব্যাথীত হয় প্রভূ। সকল জীবই প্রভূ। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, যে শত দুঃখ,যন্ত্রণা,লা-নত,গ্লানী দিচ্ছে মোরে। তবু আমি তাকেই আপ্রাণ ভালবাসিব।

তবু সেই হবে মোর জীবন সঙ্গিণী। তবু সেই হবে মোর প্রাণেশ্বর। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমার দ্বারা কোন প্রাণ তিল পরিমান দুঃখ পাবে না ভবে। কেন না যে,আমি পারিনা ছাড়পোকা,উকুন,মশা,মাছিকেও কতল করিতে। আমি মানী,সব প্রাণ প্রভূ সমান।

সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, যারা আমার জন্য দুঃখ সৃষ্টি করে আমার প্রাণকে দোনিয়ার নরক ভোগ করায়। তবু তারা আমার প্রাণেশ্বর হয়ে রবে। আমি মানী,সব প্রাণ প্রভূ সমান। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমার আসা পৃথিবীর প্রাণীর মুক্তির জন্যে। আমার বাক্য প্রভূর বাক্য,প্রভূর বাক্যই আমার বাক্য, যে জীব পূজায় প্রভূ পূজা।

জীবের সেবায় সেবিত হয় প্রভূ। জীবের কল্যাণেই পুষ্ট হয় প্রভূর প্রাণ। আর জীবের দুঃখে সম ব্যাথীত হয় প্রভূ। সকল জীবই প্রভূ। সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমি ধর্মভেদ ভেঙ্গে,জাতীভেদ ভেঙ্গে সকল জীবকে প্রভূরুপে মান্য করছি।

সেই সেদিন দেখিতে পায়বে আমার মাঝে, আমিই তার সিনার ভিতরের প্রাণ। আমি জগতের আল্লাহ,ঈশ্বর,ভগমান। আমি অমৃত্যু প্রাণ। আমি চিরঞ্চীব,অমর। আমি বিদায়ের মাঝেই নব,নব জন্ম লাভ করি।

আমি জন্মান্তর। আমি অবিনশ্বর। ওগো,আমার বিদায় বেলায় তোমরা কেউ দিওনা মোরে অভিশাপ। বাঁজে বিদায়ের সুর মম হৃদয় পটে। বিদায় ঘন্টা এসেগেছে,ক্ষাণিক পরেই মিনিট থেকে সেকেন্ড সময় হলে বিদায় তোমাদের থেকে নেবই আমি।

বিদায় নিতেই তোমাদের মাঝে আমার এই আসা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.