আমাদের কথা খুঁজে নিন

   

২টি কোয়ালিফাইং মার্কসের নজির কোনো অসভ্য দেশেও নেই : ড. আকবর আলী

কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার বছর ধরে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না। “একই চাকরির জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিফাইং মার্কস নির্ধারনের এখতিয়ার পিএসসি কোথায় পেল? সংবিধানে তাদের এরকম কোনো ক্ষমতা দেয়া নেই। তাছাড়া কোনো পরীক্ষার ক্ষেত্রে ২টি কোয়ালিফাইং মার্কসের নজির পৃথিবীর সভ্য-অসভ্য কোনো দেশেই নেই। আর কোয়ালিফাই না করলেও কোটাধারীদের চাকরি দেয়ার দায়িত্ব পিএসসির নয়।

পিএসসির এরকম সিদ্ধান্ত অশিদ্ধ হয়েছে। ” আজ রাত ৮টায় ৭১ টিভির লাইভ টকশোতে ড. আকবর আলী খান এসব কথা বলেন। তিনি আরো বলেন, “৫০ শতাংশের অধিক কোটা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। তাছাড়া কোটা কোনো চিরস্থায়ী বিষয় হতে পারে না। কেউ ৮০ পেয়ে কোয়ালিফাই করবে না, আর কেউ ৪০ পেয়েও টিকবে তা আইনশিদ্ধ নয়।

প্রিলিমিনারিতে ৮০ পেয়েও যে কোয়ালিফাই করল না, লিখিত পরীক্ষায় সে যে প্রথম হতোনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে কি? কুইজ পদ্ধতির প্রিলিমিনারির সাথে লিখিত পরীক্ষার অনেক পার্থক্য রয়েছে। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।