আমাদের কথা খুঁজে নিন

   

আবারো বাড়ছে সিএনজি গ্যাসের দাম

অসম্ভবের উদ্দেশ্যে ধাবমান একজন মানুষ !!! অর্থমন্ত্রী বলেছেন, সিএনজি গ্যাসের দাম বাড়লে নাকি এর প্রভাব শুধুমাত্র বড়লোকদের উপর পড়ে যারা গাড়ি চালায়, তাই অতি শীঘ্রই সিএনজি গ্যাসের দাম আবারো বাড়ানো হবে। ১) এই মূল্যবৃদ্ধি বড়লোকদের উপর কোনো প্রভাবই ফেলবে না, বরং সাধারণ মানুষ যারা সিএনজি চালিত অটোরিক্সা, ট্যাক্সিক্যাব, বাসে চড়ে তাদেরকেই এই বর্ধিত ভাড়া পরিশোধ করতে হবে। বড়লোকরা যদি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারে, তবে গ্যাসের এই সামান্য মূল্য তাদের জন্য কোনো ব্যাপারই না। ২) সিএনজির মূল্যবৃদ্ধি কখনোই শুধুমাত্র সিএনজিচালিত যানবাহনের উপর সীমাবদ্ধ থাকে না, তাই ধরেই রাখুন, আবারো বাড়তে যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া। ৩) এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে কাঁচাবাজার সহ প্রতিটি ক্ষেত্রে, তারপরও সরকারের পক্ষ থেকে বলা হবে সবকিছু মানুষের ক্রয়সীমার মধ্যে আছে। একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সিএনজি গ্যাসের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সাথে আপনি কি একমত ???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।