আমাদের কথা খুঁজে নিন

   

পশু সংকট থাকলেও সবগুলো যে কুরবানি হয়নি, তাই দেখলাম

পশুর খুব সংকট চলছিল, তারপরও উচ্চমূল্ল্য দিয়ে আমরা অনেকেই পশু কুরবানী দিয়েছি। কিন্তু তারপরও কিছু পশুয়ে বহাল তবিয়তে রয়ে গেছে তা দেখছি। এরা টাকা দিয়ে প্রথম নমিনেশন কিনে তারপর ভোট। এরপর আবার টাকা দিয়ে মন্ত্রীত্ব। এই পযন্ত ভালই থাকে এরপর ছাগল গুলো জনগণের দফারফা করতে মাঠে নামে।

খেয়াল করুন ঈদের বন্ধর মধ্যে ছুটি বাতিল করে একজন মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যথনা জানাতে হচ্ছে! যারা রাজনীতি কি ভাল করে বোঝেনা তাদের উপর এভাবে চাপিয়ে দেওয়া কেন? গরু গুলিকে কে বোঝাবে যে ভাল কাজ করলে জনগণ স্বউদ্যেগেই রাস্তায় নামবে। নাবালকের অভ্যর্থনাকে এত পেতে মন চায় কেন? এই গরুগুলি কবে মানুষ হবে? বুধবার সদর উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের জন্যই স্কুলগুলোতে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সকাল ৯ থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে দাঁড় করিয়ে রাখা হয়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এক যোগে বাংরোট, ঠেংগামেলি, মাটিগাড়া ও এম কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত শ্রেণিকক্ষ উদ্বোধন করতে আসেন কিন্তু সিডিউল অনুযায়ী অনুষ্ঠানস্থলে তিনি না পৌঁছায় অপেক্ষমান শিশুরা হাঁপিয়ে ওঠে। এ সময় শিশুদের মাঝে চরম অসহায়ত্ব আর বিরক্তির ভাব দেখা দেয়।

ঠেংগামেলি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র কিশোর কুমার, মল্লিকা বর্মন, সুজন জানায়, ছুটির দিনেও মন্ত্রীকে স্বাগত জানাতে স্কুলে আসতে হয়েছে। আর ক’দিন পরেই পরীক্ষা, তার পরেও তাদের এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।