আমাদের কথা খুঁজে নিন

   

তোর দেয়া নৈঃশব্দের বেদনা !

বাংলাদেশ কে ভালোবাসি আমি যখন হারিয়ে যাবো আমি যখন হারিয়ে যাবো , শুন্যে যখন আমার অদৃশ্য কথামালা উড়ে বেড়াবে তখনো তুই কেবলই অস্পষ্টতায় হাবুডুবু খাবি ! বৈকালিক অবসাদে ভোঁতা হয়ে যাক আমায় ঘিরে থাকা তোর অনুভূতির ঘোর ! আমি যে কেন ছুটে চলি ! বৃষ্টি-মগ্ন হয়ে ডুবে থাকি অজস্র নিদ্রাচ্ছন্ন পাখিদের ঠোঁটে ,তন্দ্রাহত আমি তখনো মৃতদের চোখের স্ফুলিঙ্গ দেখিনি ! যেদিন সব ফেলে চলে যাবো , এইসব মায়াহীন অভিমান পেছনে ফেলে তখন আমায় খুঁজে নিস সহস্র-প্রাচীন মৃতদের চোখে , তোর বারান্দার ঘাসফুলের শুষ্ক পাতায় , অভিমানী সন্ধ্যার লাল আকাশের ছায়া-ঘেরা সিগ্যালের ঝাঁকে ! মহাকালের তন্দ্রাচ্ছন্ন হিমায়িত ডানাভাঙা চিলের দুঃখগাথা উড়ে এসে বাসা বাঁধে আমার বাগানের কৃষ্ণচূড়ার ডালে ! মেঘ ডাকে , সেই মেঘ , যার ভাঁজে ভাঁজে রেখে এসেছি তোর চোখের বিষন্ন কাজলদানী , সেই মেঘ ফিরে আসে আমার কৃষ্ণচূড়ার ডালে ! নিঝুম দ্বীপের অরণ্যরেখা আমায় ডাকে ! সেই অরণ্যের পাতায় পাতায় লিখে এসেছি আমার দুঃখগাথা , দিকভ্রান্ত জ্যোৎস্না বিলাস ! পথভ্রষ্ট কোন শিল্পী হয়ে এঁকে যাবো তোর চোখের বিষন্নতা , তোর অনিচ্ছুক খোলা চুলের ঘ্রান আর তোর হাতে এঁকে দিবো মহাদুর্লভ কালো গোলাপ ! মাঝরাতের বিষাদ গায়ে মেখে বিষন্ন গানের লিরিকস আর কালো গোলাপের নির্যাস মিশিয়ে রেখে যাবো , তোর দেয়া নৈঃশব্দের বেদনা... রেখে যাবো সুগন্ধী তেজপাতার ঘ্রাণে ! উৎসর্গঃ তোকেই , আমি তোকে বুঝিনা , না হয় তুই বুঝতে দিস না , না হয় আমি হয়তো তোকে ভুল বুঝতে ভালোবাসি !  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।