আমাদের কথা খুঁজে নিন

   

বৃহস্পতির চাঁদ।

সৌরজগতর সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। এই পর্যন্ত এই গ্রহটির ৬৩টি চাঁদ আবিস্কৃত হয়েছে, যদিও এদের বেশির ভাগের আকার ছোট,এবং আকার ও অনিয়মিত জ্যের্তিবিদের ধারনা যেহেতু এই গ্রহটি অনেক বড় এর মাধ্যাকর্ষন শও্ঞি প্রবল যার ফলে এর কাছ থেকে কোন গ্রহানু যাবার সময় এর টানে আটকা পড়ে,পরবতিতে এর উপগ্রহ হিসাবে এর চারিপাশে ঘোরে। বৃহস্পতির সবচেয়ে বড় ৪টি চাঁদ কে বলে গ্যালেলয়ান উপগ্রহ, বিজ্ঞানী গ্যালেলিও ১৬১০সালে এগুলোকে আবিসকার করেন। এগুলোর নাম হলো আইও,ইউরোপা,গ্যানিমিড ক্যালিস্টো। এর মধ্যে আই ও সৌরজগতের একমাএ উপগ্রহ যেখানে জীবন্ত আগ্নেয়গীরি আছে।ইউরোপা শিলা দিয়ে গঠিত এবং এর পৃসঠে বরফ আচ্ছাদিত।গ্যানিমিড হলো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, এটি বুধ গ্রহের চেয়েও বড় এবং একমাএ উপগ্রহ যার নিজস্ব চৌম্বক ক্ষেএ আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।