আমাদের কথা খুঁজে নিন

   

চীনের বেশিরভাগ ধনী কানাডায় অভিবাসী হতে চান

চীনের ধনী নাগরিকদের প্রায় অর্ধেক বিদেশে অভিবাসী হওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে তাদের সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্র। ব্যাংক অব চায়না ও হুরান রিপোর্টের এক গবেষণায় এ তথ্য প্রকাশ পায়। গবেষণায় দেখা গেছে, চীনের এক কোটি ইউয়ানের (১৬ লাখ ডলার) বেশি সম্পদ রয়েছে এমন জনগোষ্ঠীর ৪৬ শতাংশ বিদেশে বসবাসের কথা ভাবছেন। এদের ১৪ ভাগ ইতিমধ্যে এ ব্যাপারে কর্যক্রম শুরু করে দিয়েছেন।

বেশির ভাগ ধনীরা গবেষণাকারীদের জানান, তারা তাদের সন্তানদের সুশিক্ষা দিতে চান এবং চীনে তারা তাদের সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গবেষণায় দেখা যায়, প্রায় এক-তৃতীয়াংশ উত্তরদাতা অভিবাসী হওয়ার আকাঙ্ক্ষায় বিদেশে বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে বিনিয়োগ করেছেন। বিশ্বের যেসব দেশে বিদেশী নাগরিকদের অভিবাসনের সুযোগ দেয়া হয় সেসব দেশে তারা বিপুল পরিমাণ বিনিয়োগের প্রসু্ততি নিচ্ছেন। উচ্চ মূল্যস্ফীতি ও বিদেশে বিনিয়োগের অসুবিধার কথাও গবেষণায় উঠে এসেছে। চীনের ১৮টি নগরীতে ৯শ’ ৮০ জনের ওপর এ গবেষণা চালানো হয়।

হুরান রিপোর্ট ২০১১ সালে চীনের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। এ তালিকা অনুযায়ী, চীনে বর্তমানে ২শ’ ৭১ জন বিলিয়নিয়র রয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ১শ’ ৮৯ জন। এছাড়া এক কোটি ইয়েনের বেশি সম্পদশালী লোকের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ বেশি। তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।