আমাদের কথা খুঁজে নিন

   

আলো ধরা। Catching The Light

উল্কার যাবতীয় কথা আগেই বলেছি। এবার বছরের বিভিন্ন সময়ে উল্কা বৃস্টির বর্ননা দিলাম সেই সাথে ছবি। ১:কোয়াড্রানটিডস্ (Quadrantids), জানুয়ারী ৩-৪ তারিখে বুটিস (Bootes) মন্ডলে এই উল্কা বৃস্টি দেখা যায়। প্রতি ঘন্টায় ৪০ টির বেশী বড় এবং উজ্জল ধূমকেতু দেখা যায়, অবশ্য স্হানভেদে কম বেশী হতে পারে। এই উল্কা পিন্ড গুলো সেকেন্ডে ২৫.৫ মাইল বেগে বায়ু মন্ডলে প্রবেশ করে।

এর মধ্যে কিছু উল্কা এতই উজ্জল যে এগুলো চলে যাবার পর ও অনেকক্ষন পর্যনত আলোর একটি রেখা আকাশে দেখা যায়। ২: লাইরিডস্ (Lyrids) ২১-২২ শে এপ্রিল অত্যান্ত উজ্জল এবং দুত্র গতিতে ২৯.৮ মাইল প্রতি সেকেন্ডে বায়ু মন্ডলে প্রবেশ করে। ৩: ড্রাকোনিডস:৮-৯ অক্টোবর সব্বোর্চ উল্কা বৃস্টি ছাড়া ঘন্টায় প্রায় ১০টি হলুদ রংয়ের উল্কা পাত দেখা যাবে, পরিস্কার চাঁদহীন আকাশে । প্রতি সেকেন্ডে ১২.৫ মাইল বেগে এই উল্কা বায়ুমন্ডলে প্রবেশ করে। এই উল্কাপাত ড্রাকো Draco মন্ডলে হয়, একে আবার গিয়াকোবেনিডস্‌ Giacobinids উল্কাপাত বলে।

ে ৪:অরিয়নিডস্‌: (Orionids) অক্টোবর ২১-২২ তারিখে এই উল্কাপাত দেখা যায়। সব্বোর্চ উল্কা পাতের সময় ঘন্টায় ২০ টি হলুদ সবুজ রংয়ের উল্কা দেখা যায়, এগুলো আকারে বেশ বড়। এবং ৪১.৬ মাইল প্রতি সেকেন্ডে এক একটি উল্কা বায়ু মন্ডল ভেদ করে। এর বিকিরন কেন্দ্র অরিয়ন মন্ডলের লাল দানব তারা বেটেলগয়েসের Betelgeuse পাশে। লিওনিডস্‌: (Leonids): নভেম্বর ১৬-১৮ তারিখে এই উল্কা বৃস্টি দেখা যায়, এই উল্কাপাত ধূমকেতু 55P/Temple-Tuttle এর ফেলে যাওয়া ভগ্নাশং থেকে সৃস্ট।

জেমিনিডস্‌: (Geminids): ডিসেম্বর ১২-১৪ তারিখে এই উল্কাপাত হয় এই উল্কা বৃস্টি ধারাবাহিক এবং বিভিন্ন রংয়ের উল্কা দেখা যায়। এর মধ্যে ৬৫ শতাংশ সাদা, ২৬ শতাংশ হলুদ, এবং ৯ শতাংশ নীল লাল সবুজ রংয়ের। ২১.৭৫ মাইল প্রতি সেকেন্ডে বায়ু মন্ডল ভেদ করে। এই উল্কা গুলো প্রচন্ড উজ্জল এবং অনেক সময় এক একটিকে আগুনের গোলার মতো দেখা যায়। এর বিকিরন কেন্দ্র জেমিনি মন্ডলের উজ্জল তারা Castor and Pollux. এর পাশে।

টরিডস্‌: (Taurids) নভেম্বর ৫-১২ তারিখে এই উল্কাপাত হয়। আসলে এখানে দুটি উল্কাবৃস্টি হয় একটি নর্থ টরিডস্‌ অন্যটি সাউথ টরিডস্‌। ঘন্টায় ৫ থেকে ১০টি উজ্জল হলুদ রংয়ের উল্কা দেখা যায়, উল্কা গুলি প্রতি ঘন্টায় ১৭ মাইল বেগে বায়ু মন্ডলে প্রবেশ করে এবং এই সময় উল্কা গুলি টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এর বিকিরন কেন্দ্র তারা স্তবক প্লিডিয়াসের (Pleiades) এর পার্শ্বে। উল্কার এই ছবি গুলো বিভিন্ন সময়ে তোলা।

এই ছবি তোলা হয়েছে Canon T1i,ক্যামেরা । canon 35mm wide telephoto zoom lens। ISO 3200, প্রতিটি উল্কার ছবি বিভিন্ন exp এ তোলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।