আমাদের কথা খুঁজে নিন

   

গুগোল ডুডল নিয়া হালকা ভ্রান্ত ধারনা। আমরাও খুশী হয়ে গেলাম। আপডেট সহ

আমি অনেক খুশী গুগোল ডুডল বাংলাদেশ এর স্বাধীনতা দিবস মনে রেখেছে । অসাধারন একটা ডুডল তৈরী করেছে । অনেকেই মনে করছেন বাংলার স্বাধীনতা সারা বিশ্বের কাছে পৌছে গেছে । সারা বিশ্বের সবাই গুগোল এ লগ ইন করার সাথে সাথে আমাদের স্বাধীনতা দিবস এর ডুডল দেখবে । কিন্তু না ।

কাহিনি মোটেও সেরকম না । আরেকটু গভীরভাবে দেখি : যারা কম্পু প্রকৌশল এর সাথে জড়ি্ত তারা জানেন .co নামে একটা সেকেন্ড লেভেলের ডোমেইন আছে । যা শুধু রেজিস্টার্ড গ্রাহক রা ইউঝ করতে পারেন । ঠিক তেমনি Google এর বাংলাদেশ এর আ্যাড হলো google.com.bd. যা শুধু বাংলাদেশ এ কাজ করে । অথবা বিশ্বের অন্য কেউ যদি google.com.bd ইউঝ না করে তবে সেটা সে দেখতে পাবে না ।

ধরুন , ইন্ডিয়া তে গুগোল যারা দেখছে তারা অটোমেটিক্যালি http://www.google.co.in দেখতে পাবে । সেখানে বাংলাদেশের ডুডল তারা ভুলেও দেখবে না । । বিশ্বাস না হলে নগদে ক্লিকান । http://www.google.co.in শেষ কথা : যাই হোক আমি/ আপনি সে মহা খুশী যে ডুডল হিসাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস এর পিক পেলাম।

আমিও অনেক খুশী কিন্তু ইস্টার সানডে/সেন্ট পেট্রিকস ডে/আমেরিকার দিবস হলে গুগল সারা বিশ্বে সব ডোমেইনে সেই ডুডল গুলা রাখে , আমাদেরটাও রাখলে পারত । আগামীবার হবে আশা রাখি । ইনশা-আল্লাহ । কেউ বাহির থেকে যদি বাংলার গুগোল ডুডল দেখতে চান তবে google.com.bd কে হোমপেইজ হিসাবে সিলেক্ট করুন । ধন্যবাদ ।

ভালো থাকুন । যারা আমাকে এখনও বিশ্বাস করেন নাই ক্লিকান : Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.