আমাদের কথা খুঁজে নিন

   

তুমি নেই, কাটেনা সময় !

জীবনের জন্যই এই সব কথামালা _ _ _ _ আমার হাবিজাবি সব লিখায় দুটো মানুষ এমনভাবে মন্তব্য আর সমর্থন দিয়ে যেতে লাগলেন যে তাদের মন্তব্য পাওয়ার লোভেই বার বার সবাইকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি। সেই প্রিয় দুই মুখ ছাইরাছ হেলাল ভাই আর মিথী_মারজান আপুকে উৎসর্গ করছি এই পোস্ট। ______________________________________________ তুমি নেই, কাটেনা সময় ! তুমি নেই মানেই – ভীষণ মন খারাপ আমার অন্ধকার ঘরে যত্ত সব উদ্ভটতা হাতড়ে বেড়ানো দিক বিদিক! একলা আমার চার দেয়াল আকাশটা ক্রমঃশ টিনের চালে বন্দি নিঃশ্বাস কণা পরস্পর বাধা পায়! তুমি নেই মানেই একেকটা শেষ হতে না চাওয়া রাত্রি সময় আনে মৃত্যু যন্ত্রণার অনুভূতি হাবিজাবি চিন্তার শেষ না হওয়া শুরু। শূন্যতা আমার সহোদর অস্তিত্ব আমার শেকলে বন্দি! তুমি নেই মানেই গড়ে উঠে এক অপরাষ্ট্র রাষ্ট্রের একজনই প্রজা আমি দিবা রাত্রি পোড়ি অনলে ! অনাহুত উৎপাতে সিক্ত বার বার কাটি সাতার হতাশার ভেতর না চাইতেই তোমায় ভাবি! তুমি নেই মানেই পরিচিত শহরে আগন্তুক আমি আবাসন আমার সমুদ্রের তল আকাঙ্ক্ষার মাশুল গুনি নিয়মিত; বেড়ে উঠা পাগলামি তুলে স্বর বুক জোড়ে নামে বোবা কান্না।। (অসমাপ্ত) ______________________________________________ [দ্রষ্টব্যঃ ঈদ কে সামনে রেখে পোস্ট না দিলে কেমন দেখায়? তাই এ অসম্পূর্ণ কবিতা। ঈদ মোবারক সবাইকে।]  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।