আমাদের কথা খুঁজে নিন

   

পরিমল, পার্সোনা, আবুইল্যার পর সামু-ফেবুতে 'জাগো' তোলপাড়!!!

গরমাগরম টপিক নিয়ে জ্বালাময়ী ব্লগ লিখে হিট বাড়ানোর মত ব্লগার আমি না, আমার ব্লগের লেখাগুলো ঘুরে আসলেই এর প্রমাণ পাবেন। কিন্তু এইবার অনেক তুচ্ছ একটা বিষয় নিয়ে না লিখে পারলাম না। কারন দেশকে সামনে নিয়ে যাওয়ার ভারটা যেই তরুনসমাজের উপর, তাদের নিয়ে কথা উঠলে এর দায়টা কিছুটা হলেও তরুণ হিসাবে আমার উপরও পড়ে। সারারাত ব্লগে এবং ফেসবুকে 'জাগো ফাউন্ডেশন' এর পক্ষে-বিপক্ষে লেখা পড়ে কাটল... সবকিছু পড়ে যখন 'জাগো'র পক্ষে ২-১টা কথা বলব ভাবছিলাম, তখনই একটা ছবিটা দেখে সব হিসাব উল্টে গেলো। জাগো'র কাজকর্ম সম্বন্ধে পড়ে যা জানলাম, তাদের সমর্থন দেওয়াই যায়।

ভাল কোন কাজ করতে গেলে মানুষের উল্টা-পাল্টা কথা হজম করতেই হয় যেটার জবাব জাগো'র অফিশিয়ালরা খুব ভালভাবেই দিয়েছে। কিন্তু, কেউ আমাকে সেকেলে বলেন আর pervert/backdated বলেন, এই ছবিটা দেখার পর আমি কোনভাবেই আর জাগো'কে সমর্থন করতে পারছিনা। এতবড় একটা সংগঠনের প্রধানের পোস্টে বসে প্যান্টছাড়া অর্ধনগ্ন একটা মেয়ের সাথে ছবি তুলে যেই ছেলে, তার দায়িত্বজ্ঞান আর প্রজ্ঞা নিয়ে সন্দেহ পোষণ করা কি অন্যায়? জাগো অফিশিয়ালরা অন্য সব যুক্তির ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিলেও এই ছবিটার ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। আমাকে আপনারা কেউ pervert/sick গালি দিলে দিতে পারেন, কিংবা নিচু, সংকীর্ণ মানসিকতার বলেও মনে করতে পারেন। আমি কিছু মনে করব না।

সবারই নিজস্ব ধ্যান-ধারনা থাকে। আমার এই বিষয়ে মত একটাই, নগ্নতা কখনোই কোনরকম উন্নতির স্কেল হতে পারেনা, সেটা বাংলাদেশেই হোক আর পশ্চিমা কোন দেশেই হোক। নগ্ন হয়েই যদি ঘুরতে হয়, তাহলে বুনো পশুর মত জঙ্গলে বাসা বানালেই হয়। ফ্যাশন অথবা শিল্পের নামে নগ্নতা মানুষের মানসিক অপরিপক্বতা, অসুস্থতা ও অসম্পূর্ণতার পরিচয় দেয় বলে আমি মনে করি... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.