আমাদের কথা খুঁজে নিন

   

" দাগ "

ভালবাসার সমুদ্রে হারাতে চায় যে মানুশ , তার কাছে সামান্য আঘাত পাওয়াই মাঝে মাঝে অনেক বড় বলে মনে হয় । যে দুঃখ দিয়েছে তার কাছে এটা সামান্য বা মনে রাখার মত কিছু নয় । কিন্তু যে পেয়েছে তার কাছে এটা বড় ধরনের ক্ষত বা দাগ স্রিষটি করতে পারে , অনেক চেষটাতেও সে দাগ মোছা যায়না বরং থেকে যায় --------------------!!!!!!! পাদটীকা ঃ অনেক সময় শুধুমাত্র প্রিয়জনের দেয়া কষট গুলো মাথাপেতে মেনে নিতে হয় ... এই মেনে নেয়াতেই যেন অনেক না বলা কষ্টর মাঝেও এক ধরনের সুখ পাই ... শুধুমাত্র একটি কারনেই ...... কারন , দীপ! তোমায় ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালবাসিইইইইইইইইইইই... অনেক অনেক অনেক বেশিইইইইইইইইইইইই....!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।