আমাদের কথা খুঁজে নিন

   

ই-কাগজে লেখা যাবে ২৬০ বার !!

আপন আলোয় উজ্জল............. আমাদের জীবনের সকল কাজের সাথে কাগজ জড়িয়ে আছে । ছোট সময় কাগজে অ আ লেখা, প্রেম পত্র লেখা, পরীক্ষার খাতায় লেখা, বিয়ের কাবিন, জমির দলিল আরো যা কিছু আছে লেখা তার সব কিছুই আমরা কাগজে লিখেছি আর একটি কাগজে একবারের বেশি আমরা লেখার সুযোগ পাইনি। আশার কথা হচ্ছে একবার লিখে নষ্ট করে কাগজ ফেলে দেওয়ার দিন হয়তো ফুরিয়ে আসছে। তাইওয়ানের বিজ্ঞানীরা এমন এক ধরনের ইলেক্ট্রনিক কাগজ বা 'ই-কাগজ' আবিষ্কার করেছেন, যাতে ২৬০ বার লেখা যাবে। একবার লেখা মুছে আবারও নতুন করে লিখার কাজে ব্যবহার করা যাবে এ 'ই-কাগজ'। বিজ্ঞানীদের দাবি, গাছকাটা বন্ধ করে পরিবেশ বাঁচাতে সহায়তা করবে নতুন এই প্রযুক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।