আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. গাড়ি একটি অতি দরকারি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রাত্যহিক জীবনে। রাস্তায় বাস, রিকশার জাতাকলে পিষ্ট না হতে অনেকেই নিজের সামর্থ মত গাড়ি কিনে থাকেন। যারা লেটেস্ট গাড়ির বাজার সম্পর্কে ধারণা রাখেন তাদের নতুন করে বলে দেয়ার কিছু নেই যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি এখন কোনটা। যারা জানেন না কিংবা উপযুক্ত তথ্য পাচ্ছেন না তাদের জন্য আমার এই পোস্ট। আসুন জেনে নেই সেই দামী গাড়ির কথা।

এই গাড়িটির নাম বুগাট্টি ভেরন। এর গতি ৬০ এম পি এইচ মাত্র দুই দশমিক ৫ সেকেন্ডে। এর টপ স্পিড ২৫৩ এম পি এইচ। এতে আছে 8.0L W16-সিলিন্ডার, ৪ টা turbochargers, এবং একটা ডুয়েল ক্লাচ DSG কম্পিউটার নিয়ন্ত্রিত ম্যানুয়াল ট্রান্সমিশন। ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য আছে ১০ টা রেডিয়েটরস, ট্রান্সমিশন ওয়েল, হিট এক্সচেঞ্জার।

এই গাড়ির ওজন ৫২৯ বি এইচ পি / টন। এইবার দাম কত জেনে নিন। এর বেইস প্রাইস ধরা হয়েছিল ১,৭০০,০০০ ডলার মাত্র। বর্তমানে এর মূল্য ২,৪০০,০০০ ডলার মাত্র । কিনে ফেলতে পারেন এরকম একটা গাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.