আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ পাঠকমেলা প্রমান দেন

চারদিকে এতো জীবিত মানুষ...মাঝে মাঝে লজ্জাই লাগে নিজেকে মৃত দেখলে.. গত কয়েকদিন যাবত সব বাংলা ব্লগের সবচেয়ে আলোচিত কাহিনী সম্ভবত কলম দাদীর টাকা মেরে দেয়ার কাহিনী। আমার দেশ পত্রিকায় খুব সুন্দর কইরা একখানা রিপোর্ট করা হইছে। যিনি রিপোর্টার ছিলেন তিনি উল্লেখ করেন "একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট। "। অক্কে।

কোন সমস্যা নাই। এখন প্রথমে বুঝি জিনিসটা কি। কথা হইলো আমরা যারা ব্লগিং করি/অনলাইনে এক্টিভ থাকি তারা যদি এই ভার্চুয়াল দুনিয়া ছাইড়া মাটির দুনিয়ায় নামি তাইলে তখন আমার পরিচয় কি?আমার নাম বাবু। তাইলে আমি বাবু। এখন কলমদাদীর টাকা উঠানের জন্য আমি যখন একটা গ্রুপএর সাথে কোথাও টাকা উঠাইতে যাই তখন আমরা নিজেগোরে কি পরিচয় দিমু?আম্রা অনলাইনে লেখালেখি করি।

যার ভদ্র রুপ হইলো আমরা অনলাইন এক্টিভিস্ট। বুঝাইয়া কইলাম যে আমরা অনলাইনে এক্টিভ। অক্কে। এখন আসি আরেক কথায়। তেল গ্যাস আন্দোলনের সময় আমরা কিছু সংখ্যক ব্লগাররা ভাবলাম অনলাইনে আর কত চিল্লামু।

এইবার যাই রাস্তায় কিছু করি। তো স্বাভাবিক। এক্টা গ্রুপের মত কর্তে চাইলাম আম্রা। যার নাম দিলাম জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন এক্টিভিস্ট। আমরা তেল গ্যাসের সাথে থাক্লাম।

কয়েকজন আবার পরিমল ইস্যুতেও লেখলাম। সমস্যা হইলো আমাগো নীতি যখন নির্ধারণের সময় হইলো তখন সবার আগেই আস্লো আর যেই আসুক বা না আসুক কোন ছাগুরে কোনদিন ঢুক্তে দিমু না। কারণ ছাগুর পশমে আমাদের বিয়াফুক এলার্জী। এইটা হইলো নাম্বার ১। তো এই কাহিনী দেইখা বেশ কিছু ছাগু ব্লগারের পশ্চাতদেশ চুল্কাইতে শুরু কর্লো।

হায় হায়। একি কথা। সব জায়গায় আমাগোর লেজ ঢুকাইয়া রাখছি,কিন্তু এইখানে লেজ ক্যান একখানা পশম ঢুকানেরও জায়গা নাই!!!!কি করা যায়। এই সেই কর্তে কর্তে আসিফ মহিউদ্দিন আটক হইলো। সে এক বিশাল কাহিনী।

তখন দেখলাম লাল তরঙ্গ সহ বেশ কিছু তথাকথিত আস্তিক ছাগু তার বিরুদ্ধে কথা কইলো। তাও মানলাম। সবারই শত্রু থাকে। আসিফ মহিউদ্দিন এর কল্যানে আমাগোর গ্রুপের নাম তখন বাংলাদেশের প্রতিটা মিডিয়ার ঠোটের আগায়। আসিফ কইলেই হেরা জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন এক্টিভিস্ট বুঝে।

আমাগোর এই পরিনতি/জনপ্রিয়তা দেইখা ত সেই ছাগুগুলানের পশ্চাতদেশে রীতিমত আগুন ধইরা গেলো। কি করি আমি,তাগোর মাথায় খালি এই চিন্তা। কলমদাদীর ব্যাপারে জাঞ্ছিলাম এই সামু থেকেই। এর পরে বেশ কিছুদিন ফলো আপু পোস্টে খবরারখবরও দেখছিলাম। পরে নদীর ভাটায় টান পড়ে,আর কোন খবর ও রাখি নাই।

হুট কইরা ২৫তারিখে আমার দেশে এই নিউজ আসার পরে ইংল্যান্ড থেইক্কা এক বড় ভাই ফোনাইয়া কইলো কিরে,তোগোর গ্রুপের নামে এডি কি কথা লিখছে আমার দেশে?আমি তো পুরাই টাশকী!!!!কস কি মমিন??!!!আমি কইলাম কই জানি না তো কিছু?উনি লিঙ্ক দিলো পড়লাম। তখন রিপোর্টারে উপ্রে হাল্কার উপর বিলা খাইলেও পরে অনলাইন এক্টিভিস্ট নিয়া যেই কথা আমি প্রথমে বললাম সেইটা মাথায় আস্লো। এরপরে হাল্কা ঠান্ডা হইলাম। হুট কইরা দেখলাম সামুতে বেশ কয়েকজন পোস্টাইছে যে এইখানে যারা আছে তারা নাকি সেই জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন এক্টিভিস্ট গ্রুপের সদস্য। তখন শুরু হইলো আমার জ্বালাপোড়া।

কি করি কারন তখনো আমি সামুতে অন্যের পোস্টে কমেন্ট দেয়ার ক্ষমতা পাই নাই। নিষ্ফল আক্রোশে দিনাতিপাত কর্তেছি এমন সময় পাইলাম আমার দেশ পাঠকমেলার নাসেরা বেগমের টাকা মেরে দেয়া নিয়ে শেষ পোস্ট ও সামু ব্লগকে বিদায় এই পোস্ট। এইখানে স্পষ্টভাবে লেখা ঃএর সাথে কে না জাড়িত! বাকী বিল্লাহ, পারভেজ আলম, আসীফ মহিউদ্দিন, সবাক, জা না লা, মাহবুব রশিদ প্রমুখ। আরেক পাশের জনদের নাম নাই বা বলি। তারা সারা জীবন নাস্তিক নাস্তিক দোহাই দিয়ে পার পেয়ে গেলেন।

পাবলিকের পকেটের টাকা নিয়ে সেটা তসরুফ করাটা যে ক্রাইম, যারা করে তারা যে ক্রিমিনাল এটা তারা সবাই আড়াল করতে চাইল। এখন কথা হইলো আমার দেশ পাঠক মেলা এইখানে আমার দেশ রে রিপ্রেজেন্ট করতেছে। আমার দেশ এর রিপোর্টে যেইখানে কোথাও এই আসিফ মহিউদ্দিন,বাকী বিল্লাহ,পারভেক আলম,সবাক পাখী এদের নাম নাই তাইলে সামুর এই আমার দেশ পাঠকমেলা এদের নাম কই পাইলো? আমার দেশের রিপোর্টে বলা হইছে : তহবিল সংগ্রহে নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হামিন আহমেদ তাপস ওরফে অনলাইন অ্যাক্টিভিস্ট ‘হুলো বেড়াল’ (মোবাইল-০১৭৫৩৩৫৪৮৪৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থী অরণ্য (মোবাইল-০১৬৭৭৭৩০৩৩৭), আরিফ (মোবাইল-০১৯১১৬৪৩৮৮৭), নীল ও মাসুদ; সিটি কলেজের ছাত্র সেজর (মোবাইল-০১৭১৮৩১১৭৭০), শোভন (মোবাইল-০১৯২৪১৮১৬৪২) ও তান্না (মোবাইল-০১৭১১১৯৫০৪৪) এবং সাদিক (মোবাইল-০১৯৩৭০৩৪০২)। এরা টাকা উঠাইছে এবং মাইরা দিছে তাপস নামের কেউ একজন। এইবার আসি মুল কথায়।

১। আমার দেশের যেই রিপোর্টার এই রিপোর্ট করছে সে কি প্রমান দিতে পারবে যে তাদের রিপোর্টে যেই নামগুলা দেয়া হইছে এদের কেউ জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন এক্টিভিস্ট গ্রুপের সদস্য?যদি সে প্রমান দিতে নাই পারে তাইলে সে কেন উদ্দেশ্যপ্রনোদিত হইয়া এই গ্রুপের নামটা ওই রিপোর্ট এ ব্যবহার কর্ছে তার জবাব জানতে চাওয়া হোক। ২। সামুতে আমার দেশ পাঠক মেলার এই পোস্টে যে বাকী বিল্লাহ, পারভেজ আলম, আসীফ মহিউদ্দিন, সবাক, জা না লা, মাহবুব রশিদ এদের নাম ব্যবহার করা হইলো,এই নামগুলা কেম্নে আস্লো?আমার দেশ পাঠক মেলা যিনি ব্যবহার করেন তিনি উত্তর দেন। কারণ তাদের মেইন রিপোর্টে তো এইটা নাই।

আর উনি যদি বলেন যে না এরা এইটার সাথে আছে তা তিনি জানেন/তার কাছে প্রমান আছে তাইলে তার প্রমান দেখানো হোক। যে বাকী বিল্লাহ,পারভেজ আলম,আসিফ মহিউদ্দিন,সবাক জা না লা,মাহবুব রশীদ এইটার সাথে আছে। প্রমান চাই। আমার দেশ পাঠক মেলা যিনি চালান,আপ্নেরে কইতাছি ঃপ্রমান দেন। প্রমান দিতে না পার্লে নাকে ক্ষত দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।