আমাদের কথা খুঁজে নিন

   

কানাডার পড়ালেখার ব্যাপারে একটু সাহায্য প্রয়োজন।

ব্লগার ভাই ও বোনেরা, আমি একজন প্রবাসী। আমার ছোট ভাই এ সি সি এ ( পার্ট ২) করার জ্ন্য কানাডার একটা প্রতিষ্টান London School of Business and Finance কলেজের সাথে প্রাথমিক ভাবে যোগাযোগ করেছে এবং তারা অফার লেটার ইসু্ করেছে । ব্লগার ভাইয়েরা যারা বর্তমানে কানাডায় অবস্হানরত তারা নিজের অভিগগতার আলোকে আমাকে সুপরার্মশ দিবেন আশা করি। ১. কানাডায় ছাএ অবস্হায় চাকুরির (টরেন্টো) সুযোগ আছে কিনা? ২. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কত টাকা দেখাতে হয়। যদি নিজের বাবা বা ভাই না হয় তাহলে কি সমস্যা হবে? ৩. কানাডার টরেন্টোতে মাসিক থাকা ও খাওয়া সহ একজন ছা্ত্রের কত টাকা আসবে। (সর্বনিম্ন) ৪. কত মাসের থাকা খাওয়ার টকা নিয়ে আসতে হবে? লেখাপড়াই হবে মূখ্য তবে পার্ট টাইম কাজ করে নিজে চলতে পারলে তা পরিবারের জন্য ভালো হয় । আপনাদের পরার্মশের জন্য আগাম ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।