আমাদের কথা খুঁজে নিন

   

আবোলতাবোল ছড়া!

আমাদের অনেক বানান ভুল, তবুও ফোটাই কবিতার ফুল! আমাদের কন্ঠে বেসুরো সুর, তবুও গান গেয়ে যাচ্ছি দূর! আমাদের বুকে বেজায় কষ্ট, তবুও হইনি এখনও নষ্ট! তবুও বেচিনি অমল আত্মা, এখনও ফেরাই লোভী জান্তা! আমাদের রসনায় ফরমালিন ঝঙ্কার, আমাদের কামনায় পর্নের হুঙ্কার! আমাদের বাতাসে টাওয়ারের নীল বিষ, আমাদের যাতনায় স্ট্রবেরী আই পিল! আমাদের মিলনে ডট ডট ফর্মুলা, আমাদের হতাশায় কেমিক্যাল ভরসা! আমাদের আকাশে কাঁটাতার প্রহরা, আমাদের স্বপ্নে দাসত্ব জোছনা! আমাদের হৃদয়ে গ্রেনেডের উল্লাস, আমাদের ভাবনায় আনবিক উৎপাত! আমাদের গোলাপে প্লাস্টিক বিস্ময়, আমাদের মননে জ্ঞানপাপ সঞ্চয়! আমাদের ধর্মে ভণ্ডামি মন্ত্র, আমাদের সভ্যতায় যুদ্ধই শাস্ত্র! আমাদের রাষ্ট্রে বাহুবলে ভক্তি, আমাদের বীরত্ব অস্ত্রে সুপ্তি! আমাদের শিশুদের হরলিক্স শক্তি, প্রয়োজন নেই কোন ঘাসফুল মুক্তি! আমাদের কান্নায় মেঘেদের গর্জন, আমাদের দুঃখ, আমাদের অর্জন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।