আমাদের কথা খুঁজে নিন

   

১৫ কোটি বাঙ্গালীর হে মুগ্ধ জননী,রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি!

"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" বাংলার যুবকেরা ভালই আছে!বিশেষ করে পারসোনার বনানী শাখায় কম্পিউটার এর সামনে বসে থাকা দুই যুবকের কথা আর কি বলব! সদ্য প্রবেশ করা এক নারী পোশাক পরবর্তন করে,আর তারা তা সি সি ক্যামেরার মাধ্যমে computer এর সামনে বসে বসে তা দেখে!লোলুপ কারো কাছে এর চেয়ে মজার দ্রশ্য তো আর ধরণী তে হয়না! বরাবরের মত যা হবার তাই হলো! পারসোনা নারীর দেহ উন্মোচোন নিয়ে দাবা খেললো আর আমরা তাতে Checkmate হলাম! এটা কি ভাই- beaty parler এর কথা না হয় বাদ দিলাম আজ যদি আমার-আপনার বোন কোনো shopping complex এ গিয়ে পোশাক পরিবর্তন করত আর তা যদি কোনো দুই যুবক বসে বসে কম্পিউটার এর সামনে বসে বসে দেখতো তাহলে কি আপনি একমাস চিল্লাচিল্লীর পর নীরব হয়ে যেতেন!নাকি প্রকাশ্য দিবালোকে ওই দুই জনের গণধোলাইয়ের জন্য অপেক্ষা করতেন! এই ভাবে আর কত! আজ দেশের প্রতিটি sector এ সুবিচার এর অভাব!যা করার আমদের ই করতে হবে!অথচ আমরা পুরোনো স্বভাব ধরে রেখেছি! কোনো একটা কিছু নিয়ে প্রথমে খুব হৈ-হুল্লোর,তারপ্র সবাই ভুলে যায়! কি হলো পরিমলের?কি হলো লিমনের?আর কি বলব ভাই,বাংলাদেশ একটা দেশ মাশ-আল্লাহ!যেখানে পরিমল ইস্যু নিয়ে মন্ত্রিরা কথা বলল,সেখানে পরিমলের কোনো বিচার আমরা দেখলাম্না।এর থেকে বোঝা যায় আমাদের মন্ত্রিদের category!পুলিশের কথা না হয় বাদ দিলাম,কোথায় গেলো মানব-অধিকার কর্মীরা!কোথায় গেলো শাহাবাগের সৌদিতে হত্যার প্রতিবাদ করা লোকেরা! বাইরে দেশে আইনের প্রোয়োগ নিয়ে আপনারা প্রতিবাদ করলেন আর দেশে আমাদের নারীদের ইযযত নিয়ে একদল পশু ছিনিমিনি খেললো তার প্রতিবাদ করলেননা! আবারো তো আক্ষেপ-শাহাবাগের মতো কোনো প্রতিকী প্রতিবাদের মাধ্যমে দেশের অনেক বড় কোনো change হয়েছে এরকম নযির আমাদের দেশে নেই! যা করার জনগণের করতে হবে!তাই সবার প্রতি আমার request-বরাবরের মতো আমরা যেনো এসব ঘটনা ভুলে না যাই!তীব্র প্রতিবাদ করি,তিব্র ঘ্রিণা প্রকাশ করি কানিজ আলমাসের মতো মানুষ রুপী পশুদের প্রতি,তাদের সামাজিক ভাবে বয়কট করি!আমরা পারবো ভাই,৭১ সালে তো পেরেছি এখন কেনো পারবোনা!  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।