আমাদের কথা খুঁজে নিন

   

আর চালাকি করেনা বেবি,তুমি ধরা খেয়েছো!!!!

আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন কিছু মানুষ নিজেকে চালাক ভাবতে এবং সবার সামনে চালাক হিসাবে উপস্থাপন করতে পছন্দ করে। কিছুদিন আগে এক পরিচিত লোকের কাছে শুনলাম,যে সে কোন এক অপরিচিত লোককে নাকি উদ্ভট ড্রেস পড়তে দেখে সে আর তার ফ্রেন্ডরা মিলে টিজ করতে চেয়েছিল। য়ামার কথা হল,এই চিন্তা একটা ভদ্র মানুষের মাথায় আসে কিভাবে?মানুষ তার রুচি অনুযায়ি জামা-কাপড় পরবে। তাতে আমাদের কি?তারপরও ফ্রেন্ড বা পরিচিতদেরকে কাপড়-চোপড়ের ব্যাপারে সাবধান করা যায়। কিন্তু টিজ করার কি দরকার?এত চালাকির প্রদর্শনী কে দেখতে চেয়েছে? যে লোক এই টিজ করার ব্যাপারটা আমাকে বলেছিল,সে এবং তার বন্ধুরা নিজেদের স্মার্ট ভাবতে বেশ পছন্দ করে।

তাদের কেউ কেউ আসলেই স্মার্ট। আমি তাদের ভিতরে অধিকাংশ সময়ে মানুষকে ছোট করে কথা বলার প্রবনতা দেখেছি। একটু সাদামাটা কাউকে দেখলেই এইসব স্মার্ট মানুষগুলো মজা নেয়ার জন্য কেন যেন উঠে পরে লাগে। সব সময় কেমন যেন একটা ডিজুস-ডিজুস ভাব। ডিজুস পোলাপানদের আমি খারাপ বলছিনা।

তাই বলে একটু ইংলিশ সিনেমা দেখে,দুই-চার লাইন র‌্যাপ-ব্রুটাল শুনে,আর বাংলিশ কথা বলেই কেন নিজেকে এতটা আপডেটেড ভাবতে হবে তা আমার বোধগম্য না। যারা এসবের কোনো খবর রাখে না তাদের কি দিন থেমে থাকছে?কেন তাদেরকে ছোট করে কথা বলতেই হবে? এইসব মানুষগুলোর বাড়াবাড়ি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু খেয়াল করে দেখলাম,এদের জারিজুরী খুব একটা টেকসই না। কিভাবে কিভাবে যেন নিজের চালাকিতে নিজেরাই ধরা খেয়ে যায়। সাধারণ মানুষদের দেখে তারা একদিন হাসে,তার তাদের দেখে মানুষ প্রতিদিন হাসে!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।