আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামিলীগ-বিএনপির অত্যাচার থেকে মুক্তির উপায় (--ত্রিতিয়ো শক্তির উত্থানে – একটা প্রস্তাবনা--)

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । সাধারন জনগন একটা ত্রিতিয়ো শক্তির উত্থানের আশায় দিন গুনছে । ডানপন্থিদের অত্যাচারে তাদের পিঠ আর দেয়ালে ঠেকা নাই , দেয়াল ভেদ করে তা চলে গেছে নরকের অভিশাপ দারিদ্রতার চরম মাত্রায় । বাংলাদেশের ডানপন্থিরা হচ্ছে , আওয়ামিলিগ , বিএনপি , জাতিয়ো পার্টি , সাইন বোর্ড সর্বসো ডান পন্থি , ডান পন্থির চামচা বাম পন্থি , ধর্ম ব্যাবসায়ি জামায়েত ইসলাম সহ অন্যান্য ধর্ম ব্যাবসায়ি ইস্লামিক দল। একমাত্র জনগনের পক্ষে আপোষহিন বাম পন্থি দলি পারে জনগন কে এই রাজনৈতিক শোচনিয় অবস্থা থেকে মুক্তি দিতে ।

তবে বাম পন্থিদের ব্যপারে সাধারন মানুসের একটা ভিতি আছে । মানুস মনে করে বাম পন্থিরা ধর্মীয়ো চেতনা ধংস করবে , সব সরকারি করে উতপাদন নামিয়ে আনবে সর্ব নিম্ন পর্যায়ে , সমাজে প্রতিযোগিতা মুলক চেতনার অভাবে ব্যক্তিগত দক্ষতা হ্রাস পাবে – যার ফলে বাংলাদেশ বিশসো অর্থনিতি থেকে এক ঘরে পরিনত হয়ে – আরো নিন্ম আয়ের দেশে পরিনত হবে , দানব পুজিবাদের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে অধিক জনসংখ্যার আমদানি নির্ভর দেশের - অর্থনিতি মুখ থুবরে পরবে । মানুসের এসব নেতিবাচক চেতনার সদুত্তর একমাত্র বাম পন্থিদেরি দিতে হবে । আমি মনে করি বাসদ , বিপ্লবি ওয়ার্কাস পার্টি , বাংলাদেশ কমুনিস্ট পার্টি সহ অন্যান্য আপশহিন জনগনের পক্ষে পজিটিব রাজনৈতিক শক্তি দের কে যে লেবাস দিয়ে জনগন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ডান পন্থিরা তা হচ্ছে “বাম” পন্থি নাস্তিক লেবাশ – “বাম” পন্থি সাধিন ব্যবসা বানিজ্যের পরিপন্থি লেবাশ – “বাম” পন্থি বিশসো অর্থনিতি থেকে দেশ কে বিচ্ছিন্ন করে দেয়ার লেবাশ । এইসব লেবাশ থেকে “বাম” পন্থিদের নিজেদের মুক্ত করতে হবে – জনগনের একেবারে কাছে এসে তাদের ভিতি দূর করতে হবে ।

এছারা “সমাজতন্ত্র” যে গনতন্ত্ররি সর্বোচ্চ রুপ তার বিক্রিতি ঘটায় ডান পন্থিরা একে “সরকারিতন্ত্র” আখ্যা দিয়ে । আমি মনে করি “বাম” শব্দের জায়গায় “নাগরিক” শব্দটি এবং “সমাজতন্ত্রের” জায়গায় “গনতন্ত্র” শব্দটি ব্যবহার করলে তা সবার জন্নে ভালো হয় । এই নাগরিক কমিটির ব্যানারে অন্যান্য শরিক দল গুলো একটি জোটবদ্ধ দল হিসেবে কাজ করবে । আধুনিক প্রযুক্তির আশির্বাদে তারা জনগনের অনেক কাছে এসে যাবে – মোবাইল এস এম এস বেজড অনলাইন ফোরাম এক্ষেত্রে দারুন কাজে লাগবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।