আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ........নিউজ কাভার করছেন ছালা পাগলা.......

এই এখন আছি আমাদের ঐতিহ্যেবাহী নারায়নগঞ্জ এর মদন পারা গ্রামে........এখানে কোন মাঠ নাই অথচ দর্শক এসেছেন খেলা দেখতে আমি সেই খবর পেয়ে তারাহুড়া করে নিজের শর্ট প্যান্ট পরে সেখানে গেলাম নিউজ কাভার করতে..... কি আশ্চয্য এটা কি ধরনের খেলা....রে ভাই.......একপক্ষ মেয়ে আরেক পক্ষ ছেলে.......তাও বুড়া বুড়ি.............এই খেলা দেখতে কিনা হাজার হাজার পাবলিক হুমড়ি খাইয়া পরতাছে........... ভাই আপনি কোন দলের সার্পটার .... ভাই আমি দুদলেরই সার্পটার...... মানে আমি বুঝলাম.একটু কি বুঝাইয়া বলবেন.. ভাইরে আমি ও বুঝিতাছি না....আমি কিভারে দুদলের সার্পটার হলাম...... আমি যখনই শামীম ভাইয়ের ভয়ে দেয়াল ঘড়িতে ক্লিক করি আর অমনি কিনা তা চলে যায় দোয়াত কলমে......এখন আপনিই বলেন কি কোন দলের সার্পটার........... আচ্ছা আচ্ছা আমি বুঝায়াছি.. আপনি হলেন ডিজিটাল সার্পটার....... মানে ........... বেশি মানে বুঝতে যাইয়েন ........খবর আছে.................. আমার সামনে আরেকজন সার্পটার....আসুন তার সাথে কথা বলি..... এক্স কিউজ ভাইয়া ....... জ্বি বইল্লা ফালান............. মাথা গরম মনে হয় আপনার.................কারন কি............. ওই মিয়া ........বেশি পেচাল পারচ ক্যান.................একবারে ফুটা কইরা দিমু কেলাম..............যা ফুট.........আমার শামীম ভাইয়ের কি হবে রে......... কেন ভাই শামীম ভাইয়ের আবার কি হবে............শামীম ভাইটা কে ....... হালায় কয় কি শামীম ভাইটা কে..........জিগায়........... আমি আর কোন কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম......এক রমনীর কাছে........আহা কি সুন্দর চেহারা ..........রমনী হাসতে হাসতে কুট পাট... আচ্ছা আপা আপনি এত হাসতাছেন কেন......... কি কও মিয়া এমন একটা মজার খেলা না হাইসা কি পারি.......... কেন কি হইছে.আপা............ শামীম ভাইয়ের তো এবার গলায় কলস বাইন্দা পানিতে ডুবে মরতে হবে.. ক্যান ক্যান আপা........ আরে মিয়া বুঝতাছেন না......হে, একটা বেটা হইয়া কিনা একটা মাইয়া মানুষের সাথে পারে না............................. আমি তো খালি দর্শকই দেখি..........খেলোয়ার তো দেখি না...........খেলা শুরু হবে কখন আপা......... লে রে বাবা বলে কি খেলা শুরু হবে কখন, ওই মিয়া আমার লগে ইয়ারকী মারো.........................খেলা শেষ হয়ে গেল বলে........আর বলে কিনা খেলা শুরু হবে কখন.................. আমি ছালা পাগলা, আমার মাথা ঘুরাইতাছে...........আমি এই খেলার আগা-মাথা কিছু বুঝতাছি না.........................ডট টিভি............মদনপারা........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.