আমাদের কথা খুঁজে নিন

   

এই সরকারের আগাম পতনে যারা আগাম খুশী-শুধু তাদের জন্য এই পোস্ট!!

আল্লাহর গজবের ভয় করছি !! আওয়ামী লীগের পরাজয়ের কারণ মূলত মনস্তাত্ত্বিক। কারণ, টানা পাচ বছর ধরে দেশে ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি হচ্ছে, দুর্নীতির সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে, মূল্যস্ফিতি কমেছে, বৈদেশিক মূদ্রার রিজার্ভ বেড়েছে, বিদ্যুতের রেকর্ড উতপাদন হয়েছে, সমুদ্র জয় হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ডিজিটাইজেশানের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই প্রদান ও প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ জাতীয়করণ করা হয়েছে, জঙ্গীবাদ নিয়ন্ত্রণে এসেছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এর প্রত্যেকটির সাথে যদি আলাদা আলাদাভাবে গত বিএনপি আমলের উন্নয়নের তুলনা করা হয়, তাহলে সত্যিকার উন্নয়ন হয়েছে কিনা তা পরিষ্কার বোঝা যাবে। এটা ঠিক যে পদ্মা সেতুসহ বেশকিছু বিষয়ে সরকার সফল হয়নি। সফল হয়নি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণে।

কিন্তু এই দুর্বৃত্তায়ন তো বাংলাদেশের মানুষের কাছে নতুন নয়। যারা এই সরকারকে ফেলে দেওয়ার আনন্দে আগাম মশগুল হয়ে আছেন, তারা কি এই নিশ্চয়তা পাচ্ছেন যে, আগামী পাচ বছর দেশে বিএনপির অঙ্গ সংগঠনগুলো টেন্ডারবাজিসহ দুর্বৃত্তপনায় মেতে উঠবে না, দেশে দুর্নীতি কমতে থাকবে, জঙ্গীবাদ ফেরত আসবে না, উন্নয়নে তারা এই সরকারকে ছাপিয়ে যাবে? এ ব্যাপারে আমি কোথাও কোনো আশাবাদ দেখি না। বিএনপিও কিন্তু কোনো আশার কথা শুনাচ্ছে না। তবুও মানুষ মনস্তাত্ত্বিকভাবে এখন আওয়ামী লীগকে হারিয়ে দেবার আগাম আনন্দ শুরু করেছে। তারেক-কোকোর মত বিশ্ব চোরদের "জামাই আদরের"জন্য জাতি প্রস্তুত হচ্ছে।

এত সঠিক প্রচারণার পরও মানুষ সেই যুদ্ধাপরাধীদের জন্যই প্রস্তুত হচ্ছে। বারবার "ধর্ষিতা" হতে আমাদের খুব ভালো লাগে দেখা যাচ্ছে!! আমাদের এই নিকৃষ্ট স্বভাবের জন্যই হয়ত যুগে যুগে আমাদের ঘাড়ে চেপে বসেছিল মীর জাফর,লর্ড ক্লাইভের মত পশু শক্তির দল!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।