আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদীর বিরুদ্ধে অভিযোগের ওপর শুনানি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চার্জের ওপর বিচার শুরু হচ্ছে কাল রোববার। গত ৩ অক্টোবর ট্রাইব্যুনাল মাওলানা সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ওপর ট্রাইব্যুনাল ৩০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছিলেন। সে হিসাবে কাল শুনানির কথা রয়েছে। তবে মাওলানা সাঈদীর পক্ষ থেকে শুনানি স্থগিতর জন্য তিন মাসের সময়ের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মুহাম্মদ তাজুল ইসলাম।

তিনি এ প্রসঙ্গে নয়া দিগন্তকে তিনি বলেন, আমরা শুনানি স্থগিত রাখার জন্য তিন মাসের সময়ের আবেদন দাখিল করেছি। তিনি বলেন, প্রস্তুতি এবং ঘটনাস্থলে গিয়ে সব তথ্য উপাত্ত সংগ্রহ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। মৌখিকভাবে ছয় মাসের সময়ের আবেদন জানবো। এর পাশাপাশি সাঈদীর বিরুদ্ধে চার্জ গঠনের রিভিউ আবেদনের ওপর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এ বিষয়টিও তুলে ধরা হবে। এছাড়াও সম্প্রতি দেয়া ট্রাইব্যুনালের চেয়ারম্যানের প্রতি যে অনাস্থা আবেদন জানানো হয়েছে তারও নিম্পত্তি হয়নি।

তাই এসব আবেদনের নিষ্পত্তি হওয়ার আগে কোনো অবস্থাতেই মাওলানা সাঈদীর বিরুদ্ধে অভিযোগের ওপর শুনানি হতে পারে না বলে যুক্তি উপস্থাপন করা হবে। প্রসঙ্গত: গত ৩ অক্টোবর মাওলানা সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২০টি অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট, হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা, হিন্দু মহিলাদের পাক বাহিনীর হাতে তুলে দেয়া, পাকিস্তান ক্যাম্প স্থাপনে সহায়তা করা, ধর্ষণে সহায়তা করাসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য তুলে ধরা হয়। তবে ওইদিন মাওলানা সাঈদী ট্রাইব্যুনালে দেয়া বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেছেন, একাত্তরে তিনি কোনো অপরাধ করেননি।

কোনো রাজাকার বাহিনীর কমান্ডার তো দূরের কথা কোনো পদেও ছিলেন না। মাবতাবিরোধী নয়, মানবতার পে তিনি বিশ্বের অর্ধশাতাধিক দেশে বক্তব্য দিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেছেন, ’৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের এক যুগের বেশি সময় ধরে তার বিরুদ্ধে কোনো কথা হয়নি। কিন্তু ১৯৮০ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার পর এসব অভিযোগ তোলা হয়। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৪ জুলাই। গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত বছর গ্রেফতার করা হয়। এরপর তাকে একাত্তরে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.