আমাদের কথা খুঁজে নিন

   

কি করবো বলুন তো ?

পড়াশুনা করছি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে । বিষয় ইংরেজি । তৃতীয় বর্ষ প্রায় শেষ। CGPA ও খূব একটা খারাপ না। ইংরেজিও টুকটাক বলতে পারি।

এত গেল আমার পরিচয়। কিন্তু সমস্যা তো অন্যখানে । দিন যত যাচ্ছে মনে হচ্ছে বেকারের তকমা বুজি গায়ে লাগতে যাচ্ছে। আজ গিয়েছিলাম উত্তরাতে । ইচ্ছা ছিল BIFT থেকে এক বছরের একটা ডিপ্লোমা ডিগ্রি নেয়ার।

অনার্স শেষ হতে হতে একাটা এক্সট্রা ডিগ্রি ও পাওয়া হবে। কিন্তু তা আর হল কই । তারা বলল অনার্স কমপ্লিট করে তারপর যোগাযোগ করতে । কিন্তু আমিতো চাইছিলাম আগেই। কেউ কি বলতে পারেন অনার্স শেষ না করে কোন ভাবে কি সেখানে ভর্তি হওয়া যাবে ? যদি উত্তর না হয় ভাই তাহলে আমাকে অন্য কোন একটা বুদ্ধি দেন যাতে অনার্স শেষ করেই আমাকে আর বেকার না থাকতে হয়।

এমন কোন কোর্স এর কথা যা আমাকে চাকরির বাজারে মূল্যবান করে তুলবে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.