আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি কর্মসূচি থেকে স্থায়ীভাবে বাদ বাংলাদেশ

বাংলাদেশের নাগরিক আগামী ৩০ সেপ্টেম্বর ২০১২ থেকে ডাইভারসিটি অভিবাসী ভিসার (ডিভি) জন্য আর আবেদন করতে পারবেন না। ২০১২ সালের ডিভি লটারি বাংলাদেশীদের জন্য শেষ সুযোগ। গত ৫ বছরে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি অভিবাসী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশীরা আর ডিভি লটারিতে অংশ নিতে পারবে না। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ বছরে বাংলাদেশ ৫০ হাজারেরও বেশি স্থায়ী বাসিন্দাকে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। আইন অনুযায়ী ডিভি কেবল সেসব দেশের জন্য প্রযোজ্য, যেসব দেশ ৫ বছরের সময়সীমার মধ্যে ৫০ হজারের কম অভিবাসী ভিসা পেয়েছে। যুক্তরাষ্ট্র্র নাগরিকত্ব ও অভিবাসী সার্ভিস নিশ্চিত করেছে, বাংলাদেশ এই অভিবাসীদের সংখ্যাগত সীমা অতিক্রম করেছে, ফলে বাংলাদেশ ২০১৩ সালের লটারিতে অংশগ্রহণ করতে পারবে না। এটা একটি সুসংবাদ, কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়, বাংলাদেশ থেকে আইনানুগ অভিবাসীদের স্বাগতম জানানোর আইনসীমা যুক্তরাষ্ট্র্র অর্জনে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা এখন ৫ লাখেরও বেশি।

অক্টোবর ২০১১ থেকে নভেম্বর ২০১১ পর্যন্ত ডিভি ২০১৩-এর আবেদন প্রক্রিয়া চলবে। যেহেতু বাংলাদেশ ডিভি কর্মসূচির অবস্থান থেকে যুক্তরাষ্ট্রে বেশি অভিবাসীর অবস্থানে উত্তীর্ণ হয়েছে, এজন্য ২০১৩ ডিভি কর্মসূচিতে বাংলাদেশীদের আবেদন না করতে অনুরোধ করা যাচ্ছে। আবেদনকারীরা যদি মিথ্যার আশ্রয় নিয়ে অন্য একটি দেশের বাসিন্দা হিসেবে উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন করেন, তাহলে তাদের আবেদন খারিজ করা হবে এবং সেই মিথ্যে আবেদনের প্রেক্ষিতে যদি কেউ ভিসা সাক্ষাত্কারে অংশগ্রহণের জন্য আসে তাহলে সেই ব্যক্তির দেয়া সব ধরনের আবেদন ফি বাজেয়াপ্ত করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১২ সালের ডাইভার্সিটি ভিসা বিজয়ীরা এ ঘোষণায় ক্ষতিগ্রস্ত হবেন না। গত ২০১০ সালের অক্টোবর মাস থেকে নভেম্বর পর্যন্ত যারা আবেদন করেছেন তারা চলতি ২০১১ সালের জুন মাস থেকে আগামী ২০১২ সালের জুন মাস পর্যন্ত তাদের আবেদনপত্র কোন পর্যায়ে রয়েছে, তা http://www.dvlottery.state.gov-এ দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।